প্রতিবেদন : দলীয় শৃঙ্খলারক্ষায় কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা থেকে বিধায়ক— সবাইকেই শৃঙ্খলাপরায়ণ হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দেন দলীয় কথাবার্তা বাইরে যাতে প্রকাশ না হয়। সেজন্য বিধায়কদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মঙ্গলবারই বিধায়কদের নিয়ে একটি পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দেওয়া হল। সেই গ্রুপেই নিজেদের বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে তৃণমূল বিধায়কদের। সেখানেই সমস্যার সমাধান করা হবে। সেইমতো তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। অ্যাডমিন হলেন অরূপ বিশ্বাস। গ্রুপে রয়েছেন ২২৫ জন বিধায়ক।
আরও পড়ুন-কমিটি নয়, প্রশাসক দিয়েই চলবে স্কুল
বিধানসভায় বিধায়কদের বৈঠকে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলারক্ষা নিয়ে সতর্ক করে দেন বিধায়কদের। সতর্ক করা হয়, কোনও অভিযোগ বা বক্তব্য থাকলে দলের মধ্যেই বলতে হবে। বাইরে যাতে প্রকাশ না হয়। ইতিমধ্যেই দলের তরফে বিভিন্ন স্তরে বক্তব্য পেশ করার জন্য আলাদা আলাদা মুখপাত্র নিয়োগ করা হয়েছে। তার বাইরে কাউকেই প্রকাশ্যে বক্তব্য পেশ বিষয়ে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো। সেই সঙ্গে কোনও রাজনৈতিক গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগের বিষয়েও সতর্ক করে দেন তিনি। এবার বিধায়করা সমস্যা-সংক্রান্ত কথা কোথায় বলবেন, তা নিয়েও সমাধান করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে। দলনেত্রী নির্দেশ দেন, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে মাথায় রেখে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বিধায়কদের নিয়ে। এই গ্রুপে সব কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। বিধায়কদের কিছু বলার থাকলে ওই গ্রুপেই বলবেন। আমার কিছু বলার থাকলেও ওখানেই বলে দেব। সেই সঙ্গে তৃণমূল পরিষদীয় দল বিধায়কদের সম্পর্কে বক্তব্যও এই গ্রুপেই জানাবেন।