কবে থেকে রাজ্যের কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু?

Must read

কেন্দ্রীয় ভাবে রাজ্যের কলেজগুলিতে (College) অনলাইনে ভর্তি হবে। রাজ্যে স্নাতকে আর কলেজ ভিত্তিক ভর্তি হবে না। স্নাতকে ভরতি নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের। সম্ভবত ২২ জুন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। এরপর ৬ জুন পর্যন্ত থাকছে আদর্শ আচরণবিধি। শিক্ষা দফতর সূত্রে খবর, এই বিধি উঠে যাওয়ার পরই সরকারিভাবে নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই নবান্নরতরফে সবুজ সংকেত মিলেছে।

আরও পড়ুন: আগামী ২ ঘণ্টায় ব্যাপক ঝড়-বৃষ্টি একাধিক জেলায়! জারি বজ্রপাতের সতর্কতা

কলেজে (College) অনলাইন ভর্তির বিষয়টি নিয়ে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকায় তা বাস্তবায়িত করা যাচ্ছিল না। তবে চলতি শিক্ষাবর্ষে কলেজের হাতে মেধা তালিকার কোনও ক্ষমতা রাখতে চায় না উচ্চশিক্ষা দফতর। সাম্প্রতিককালে কলেজে পড়ুয়া ভর্তির বেনিয়ম থেকে শুরু করে স্বজনপোষণের একাধিক অভিযোগে জর্জরিত হতে হয়েছে রাজ্য সরকারকে। সেই সমস্যা এড়াতে এবার সবটাই উচ্চশিক্ষা দফতরের তরফে দেখা হবে বলে জানা যাচ্ছে। কলেজগুলি শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেভাবে পড়ুয়াড়া কলেজে পড়ার সুযোগ পান এবার থেকে রাজ্যের প্রায় সাড়ে পাঁচশোরও বেশি কলেজে স্নাতক স্তরে সেই নিয়ম মেনে চলা হবে। এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করার পরই কলেজগুলিকে ভর্তির ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে বলে অসমর্থিত সূত্রের খবর।

Latest article