কবে শুরু হচ্ছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

প্রসঙ্গত কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে যে ছাড়পত্র পেয়েছে কবি সুভাষ-রুবি মেট্রো, সেটার মেয়াদ শেষ হচ্ছে ৬ই মে।

Must read

ওড়িশা এবার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat express)হতে চলেছে। জানা গিয়েছে , পুরী থেকে হাওড়া-পুরী (Howrah Puri) বন্দে ভারত এক্সপ্রেসকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার ৬ মে ২০২৩ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। পুরী থেকেই সবুজ পতাকা দেখাবেন তিনি। দক্ষিণ-পূর্ব রেলের কর্তাদের এর মধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে।

আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরের কাছে এসে ফিরে যেতে হল চারটি বিমানকে

ওই বিশেষ অনুষ্ঠানের বিষয়ে কোনও মন্তব্য যদিও কেউ করছে না। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী এই নিয়ে বলেন, ‘নয়া বন্দে ভারত এক্সপ্রেস কোন রুটে ছুটবে বা কবে সেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হবে, তা নিয়ে আমাদের এখনও কিছু জানানো হয়নি।’

আরও পড়ুন-২০২৬-এ ২৪০ আসন পাবে তৃণমূল, আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত কমিশনার অফ রেলওয়ে সেফটির থেকে যে ছাড়পত্র পেয়েছে কবি সুভাষ-রুবি মেট্রো, সেটার মেয়াদ শেষ হচ্ছে ৬ই মে। ৬ই মে’র মধ্যে ওই মেট্রো লাইন উদ্বোধন করতে হবে। সেদিনই পশ্চিমবঙ্গকে আরও একটি ‘উপহার’ দেবে নরেন্দ্র মোদী সরকার।

Latest article