প্রতিবেদন : কোথায় গেল এক কোটি অবৈধ বাংলাদেশি! কোথায় গেল এক কোটি রোহিঙ্গা! কোথায় বিজেপি নেতারা, জবাব দেবেন না? গদ্দারবাবু, সংখ্যাটা আমরা মনে রেখেছি। এবার আপনাকে উত্তর দিতে হবে, কোথায় ওই এক কোটি রোহিঙ্গা, কোথায় এক কোটি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি! কৈফিয়ত দিন। মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বিজেপিকে, ক্ষমা চাইতে হবে গদ্দার নেতাদের। এরা বাংলার মানুষের সঙ্গে গদ্দারি করেছেন।
আরও পড়ুন-রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে একমাস ধরে প্রচারে মহিলা কর্মীরা
মঙ্গলবার এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর সংখ্যাতত্ত্বেই বিজেপিকে নিশানা করল তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে একটা কথা বলা হল, অবৈধ বাংলাদেশি এক কোটি বাদ যাবে, এক কোটি রোহিঙ্গাকে আমরা দেশ থেকে তাড়াব। তারা কোথায়? এতদিন বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে সম্পূর্ণ প্ররোচনামূলক মিথ্যাচার করেছে। এবার বিজেপি নেতারা হিসাব দিন, নইলে ক্ষমা চান। দলের কাউন্সিলরের নাম বাদ গিয়েছে, তাঁকে মৃত বলে দেখানো হয়েছে। আমাদের দলের কর্মীরা পুরোদস্তুর রাস্তায় থাকছেন। যদি কোনও ন্যায্য নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়ে থাকে, তাদের নাম পুনরায় তোলার জন্য পূর্ণ দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস ময়দানে থাকবে।
তৃণমূলের সাফ কথা, বিজেপির চাপে নির্বাচন কমিশন এখন অতি তৎপরতা দেখাচ্ছে। মৃত মানুষের নাম তো বাদ যাবেই। একটা কেন্দ্রে সার্ভে করলেই বোঝা যাবে, যে সমস্ত নাম বাদ পড়েছে তারা এতদিন যে শতাংশ ভোট পড়ত না, সেই তালিকারই। তাঁরা মৃত ভোটার বলেই এতদিন ভোট পড়ত না তাঁদের। আর এটাই স্বাভাবিক। এর বাইরে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার জন্য বিজেপি যে চক্রান্ত করেছে তা আমরা বুঝে নেব ময়দানে থেকেই।
গদ্দারদের কথায় প্রমাণ হয়, তাদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের আত্মিক সম্পর্ক রয়েছে। কমিশনকে তারা কার্যত দলের শাখা সংগঠন হিসেবে মনে করছে। গদ্দাররা তো কথায় কথায় দিল্লি দেখান, ইডি দেখান, সিবিআই দেখান। এখন নির্বাচন কমিশন দেখাচ্ছেন। শুধু বাংলার মানুষের সঙ্গে ওদের কোনও সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ফলে বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করবে।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…