প্রতিবেদন: দ্বিতীয় মোদি সরকারের পাঁচ বছরের কার্যকালে লোকসভায় ছিল না কোনও ডেপুটি স্পিকার৷ বারবার বিরোধী দলগুলির তরফে ডেপুটি স্পিকার নিয়োগের দাবি তোলা হলেও যাবতীয় সংসদীয় রীতি ভেঙে নিজেদের অনড় অবস্থান পরিবর্তন করেনি বিজেপি তথা কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন-মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তায় উদ্যোগ রাজ্যের, স্বাস্থ্য-সুরক্ষায় রক্ষীদের প্রশিক্ষণ
অনেকেই ভেবেছিলেন, তৃতীয় মোদি সরকারের আমলে পরিস্থিতি বদলাতে পারে, নিজেদের আচরণ শুধরে নিতে পারে সরকার৷ কিন্ত্ত সরকার গঠনের পরে ১০০ দিন কেটে গেছে৷ এখনও লোকসভার ডেপুটি স্পিকার নিয়োগ নিয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি মোদি সরকার৷ এই ইস্যুতেই কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷ এক্স হ্যান্ডেলে তাঁর সওয়াল- এখনও লোকসভার ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়নি৷ একইরকমভাবে গঠন করা হয়নি সংসদীয় কমিটি৷ এখনও মণিপুর সফরে যাননি প্রধানমন্ত্রী মোদি৷ এখনও বাংলার মত বিরোধী শাসিত রাজ্যের বকেয়া টাকা মেটানো হয়নি৷ এই তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে- তীব্র কটাক্ষ তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের৷