ফ্লিক কোথায়, যশস্বীকে স্টার্ক

ব্যাটিং বিক্রমের পাশাপাশি যেভাবে স্টার্কের মতো দাপুটে ফাস্ট বোলারকে স্লেজ করেছেন, তাতে যশস্বীর ভয়ডরহীন মানসিকতা প্রশংসিত হয়েছে

Must read

অ্যাডিলেড, ৫ ডিসেম্বর : পারথ টেস্টে মিচেল স্টার্ককে স্লেজিং করেছিলেন যশস্বী জয়সওয়াল। ব্যাটিং বিক্রমের পাশাপাশি যেভাবে স্টার্কের মতো দাপুটে ফাস্ট বোলারকে স্লেজ করেছেন, তাতে যশস্বীর ভয়ডরহীন মানসিকতা প্রশংসিত হয়েছে। ভারতের তরুণ তারকাকে পাল্টা জবাব কী দিয়েছিলেন, তা অ্যাডিলেড টেস্টের আগে ফাঁস করেছেন স্টার্ক।

আরও পড়ুন-রাহুলই শুরুতে, জানালেন রোহিত

এক সাক্ষাৎকারে অস্ট্রেলীয় ফাস্ট বোলার বলেছেন, ‘‘জয়সওয়াল যে বলেছিল, আমি মন্থর গতিতে বল করছি, সেটা আমি আসলে শুনতেই পাইনি। আজকাল আমি লোকজনকে বেশি কিছু বলি না। আমার বলটা সেদিন ও ডিফেন্স করে। আগের বলটা ও ফ্লিক করে রান নেয়। কিন্তু একই ডেলিভারি ডিফেন্স করার পর ওকে বলেছিলাম, কোথায় তোমার ফ্লিক শট। ও তখন আমার দিকে তাকিয়ে হাসে। এরপর আমাদের কথাবার্তা আর এগোয়নি।’’ যশস্বীকে ভয়ডরহীন ক্রিকেটার বলে প্রশংসায় ভাসিয়ে স্টার্ক আরও বলেছেন, ‘‘জয়সওয়াল ভারতের হয়ে প্রচুর ক্রিকেট খেলবে এবং দারুণ সাফল্য পাবে। পারথে দ্বিতীয় ইনিংসে খুব ভাল খেলেছে। ওকে প্রথম ইনিংসে কম রানে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে রান করেছে। আজকের দিনের অন্যতম সাহসী ক্রিকেটার।’’

Latest article