চাকরি কই? আশঙ্কায় আইআইটি বম্বের পডু়য়ারা

কারণ, আইআইটি-র মতো সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করার পরে কাউকে যদি বেকারের খাতায় নাম লেখাতে হয়, তবে তা দেশের শিক্ষাব্যবস্থারই লজ্জা।

Must read

প্রতিবেদন : আইআইটি-তে পড়ার সুযোগ পাওয়া অত্যন্ত মেধাবী পড়ুয়াদের কাছেও নিঃসন্দেহে একটা স্বপ্ন। এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরনো মানে, চাকরির পেছনে আর দৌড়তে হবে না, চাকরিই দৌড়বে পেছনে পেছনে। কিন্তু সেই মিথটা বোধহয় এবারে ভাঙতে বসেছে। বম্বে আইআইটি-র কথাই ধরা যাক। ক্যাম্পাসিং শেষ হতে বাকি মাত্র দু’মাস। এখনও চাকরি পাননি ৩৬ শতাংশ পড়ুয়া। গত বছরে বম্বে আইআইটি-তে ক্যাম্পাসিংয়ে চাকরির যে উদাহরণ দেখেছেন পড়ুয়ারা, তাতে এবছরও আদৌ সকলের চাকরি হবে কি না, তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়ুয়ারা।

আরও পড়ুন-আবার ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু, মার্কিন মুলুকে, প্রশ্নের মুখে নিরাপত্তা

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাসিং ও প্লেসমেন্টের মরশুমে প্রকাশ্যে এল কেন্দ্রীয় সরকারের ব়্যাঙ্কিং-এ চতুর্থ সেরা প্রতিষ্ঠান আইআইটি বম্বের এক ভিন্ন ছবি। বম্বে আইআইটি-র তথ্য অনুযায়ী, এখনও চাকরি পাননি ৩৬ শতাংশ পড়ুয়া। ‘গ্লোবাল আইআইটি অ্যালুমনি সাপোর্ট গ্রুপে’র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ক্যাম্পাসিং-এ প্লেসমেন্টের জন্য নাম নথিভূক্ত করেছিলেন ২০০০ পড়ুয়া। এখনও চাকরি পাননি ৭১২ জন। তবে ক্যাম্পাসিং চলার কথা মে পর্যন্ত, তাই এখনও হাল ছাড়েননি পড়ুয়ারা।

আরও পড়ুন-আবার ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু, মার্কিন মুলুকে, প্রশ্নের মুখে নিরাপত্তা

এই বিষয়ে আইআইটি বম্বের তরফে সরাসরি কোনও মন্তব্য করা না হলেও, শিক্ষাবিদরা মনে করছেন, বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধির গতি কমে যাওয়ায় এবার ক্যাম্পাসিং-এর জন্য বিভিন্ন কোম্পানিকে আমন্ত্রণ জানাতে রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে আইআইটি বম্বেকে। জানা গিয়েছে, এই প্রথমবার এমন হয়েছে যে, ১০০ শতাংশ প্লেসমেন্ট পাননি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাও। তবে সংকটটা এই প্রথম নয়। এর আগে ২০২৩ সালেও আইআইটি বম্বেতে ক্যাম্পাসিং-এর মাধ্যমে চাকরি পাননি ৩২.৮ শতাংশ পড়ুয়া। তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আইআইটি বম্বেতে ক্যাম্পাসিং-এর জন্য নাম নথিভুক্ত করেন ২ হাজার ২০৯ জন পড়ুয়া। তাঁদের মধ্যে চাকরি পেয়েছিলেন মাত্র ১ হাজার ৪৮৫ জন পড়ুয়া। আর এই ঘটনা পড়ুয়াদের মনের উপর মানসিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন আইআইটি বম্বের অধ্যাপকরা। যে পড়ুয়ারা ক্যাম্পাসিং-এর মাধ্যমে চাকরি পাচ্ছেন না তাঁরা কীভাবে চাকরি পেতে পারেন, সেই বিষয় ওই পড়ুয়াদের পরামর্শ দেওয়া উচিত আইআইটি কর্তৃপক্ষের বলে মত সংশ্লিষ্ট মহলের। কারণ, আইআইটি-র মতো সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাশ করার পরে কাউকে যদি বেকারের খাতায় নাম লেখাতে হয়, তবে তা দেশের শিক্ষাব্যবস্থারই লজ্জা।

Latest article