৩৪ বছরে এসএফআইয়ের জ্ঞান কোথায় ছিল? প্রশ্ন কুণালের

Must read

প্রতিবেদন: নিজেদের ৩৪ বছরের জমানায় শিক্ষা ব্যবস্থাকে কার্যত কফিনবন্দি করে ফেলেছিল বামেরা। আর আজ গদি টলে যেতেই শিক্ষাব্যবস্থা নিয়ে উপযাচক হয়ে জ্ঞান দিচ্ছেন লাল ঝান্ডা পার্টির কচিকাঁচা বিপ্লবীরা। রাজ্যের প্রতিটা স্কুলে ক্লাস শুরুর আগে সংবিধান পাঠ করানোর কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে এসএফআই। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghsoh)। তাঁর (Kunal Ghsoh) প্রশ্ন, তাদের আমলে ৩৪ বছর তারা কী করছিল? এসএফআই ৩৪ বছর চিঠি দেয়নি কেন? এই জ্ঞান ৩৪ বছরে দিয়ে রাখেনি কেন? তিনি বলেন, সিপিএমের এই কচিকাঁচা বিপ্লবীদের বলি, সিপিএমের নেতারা জাতীয় পতাকা তুলতেন না। ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট সিপিএম নেতাদের দেখা যেত না পতাকা তুলতে। তারা এসেছে জ্ঞান দিতে। এখানে সংবিধানকে সুরক্ষিত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা যা করার করছে।

আরও পড়ুন- ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মনমোহন সিংয়ের জীবনাবসান

Latest article