প্রতিবেদন: দেদার নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার সময়ে মনে ছিল না টাকার জোগাড় কোথা থেকে হবে! এখন দিল্লির বিধানসভা ভোট জেতার পরে সেই টাকার দুশ্চিন্তাতেই কপাল ফাটছে বিজেপির শীর্ষ নেতাদের! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই সত্যি, আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লির মসনদে বসার পরে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লির মহিলাদের হাতে প্রতি মাসে ২৫০০ করে টাকা তুলে দিতে হলে বছরে ১১০০০ কোটি টাকা প্রয়োজন হবে দিল্লির বিজেপি সরকারের৷ এই বিপুল পরিমাণ টাকার জোগান কোথা থেকে হবে, জানেন না বিজেপির নেতারা৷
আরও পড়ুন-ঠিক সময়ে যুদ্ধবিমান সরবরাহ করছে না হিন্দুস্থান অ্যারোনেটিক্স
এদিকে, প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করে দিয়েছেন ৮ মার্চ থেকে দিল্লির মহিলাদের হাতে তুলে দেওয়া হবে টাকা৷ এর পরে আসছে পানীয় জল ও বিদ্যুৎখাতে ভর্তুকির প্রসঙ্গ৷ দিল্লিতে আপের সরকার প্রতি মাসে পানীয় জল ও বিদ্যুতের বিলে যে পরিমাণ ভর্তুকি দিত, তা বহাল রাখতে গেলে বিজেপির হাতে আসা দিল্লি সরকারের প্রয়োজন হবে বছরে ১৮০০০ কোটি টাকা৷ সেই টাকাই বা আসবে কোথা থেকে? জানেন না বিজেপির নেতারা৷ এমনিতেই দিল্লির কোষাগারের হাঁড়ির হাল! নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা৷ তার উপরে নির্বাচনী প্রতিশ্রুতি মেটাতে বার্ষিক খরচ হবে ২৯০০০ কোটি টাকা৷ বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন— ভাঁড়ে মা ভবানী জানা সত্ত্বেও কেন এই ভাবে দান খয়রাতি করা হল?