বিদেশে পড়তে গিয়ে ৫ বছরে রেকর্ড মৃত্যু!

Must read

প্রতিবেদন: উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে পাড়ি দেন দেশের যেসব মেধাবীরা, তাঁদের প্রতি কি কোনই দায়িত্ব নেই কেন্দ্রের? সেইসব দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসগুলো কি আদৌ খোঁজ রাখেন ভারতীয় পড়ুয়াদের। কোনও পূর্ণাঙ্গ তালিকা বা তথ্য আছে দূতাবাসগুলোতে? দেশের পড়ুয়াদের বিপদে-আপদে কতটা পাশে দাঁড়ায় দূতাবাস। দেশের পড়ুয়াদের নিরাপত্তার ব্যাপারে কী ভূমিকা তাদের? এই প্রশ্ন আজ দেখা দিয়েছে বিশেষভাবে। কারণ? বিদেশে পড়তে গিয়ে রেকর্ড মৃত্যু ভারতীয় পড়ুয়ার! গত ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ৬৩৩ পড়ুয়ার। লোকসভায় সম্প্রতি এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। কিন্তু লাগাতার ছাত্রমৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তাও জানানো হয়েছে রিপোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ, প্রাকৃতিক কারণ ছাড়াও এর পিছনে অনেক কারণ রয়েছে। তবে বিগত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়ার কানাডাতে মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে ১৭২ ভারতীয় ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর এমন রিপোর্ট দেখে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু বিদেশেই কেন? কোটা-সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়েও ছাত্রমৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। বিরোধীদের প্রশ্ন, যেখানে দেশের শিক্ষাব্যবস্থার এই হাল, নিটে প্রশ্নফাঁসের মতো বিষয় সামনে এসেছে। সেখানে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কেন শুধুমাত্র বিদেশে পড়তে গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃতের সংখ্যা তুলে ধরলেন?

আরও পড়ুন: কাজ বন্ধ করবেন না অনুরোধ ফেডারেশনের

রিপোর্টে দেখা যাচ্ছে কানাডার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে ১০৮ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে গত ৫ বছরে। অন্যদিকে ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪ এবং জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। আমেরিকায় আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। পাশাপাশি রিপোর্টে উল্লেখ গত তিন বছরে ৪৮ ভারতীয় ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাসন সে সম্পর্কে কোনও নির্দিষ্ট রিপোর্ট সরকারের কাছে নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে দূতাবাসের ভূমিকা নিয়ে।

Latest article