প্রতিবেদন : পর্যটন শিল্পে নয়া দিগন্ত খুলে দিতে চলেছে বেলপাহাড়ির ‘সাদা পাহাড়’। এমনটাই মনে করছেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় মানুষজন। বেলপাহাড়ি থেকে কাঁকরাঝোড় যাওয়ার পথে ৭-৮ কিলোমিটার মতো গেলে পড়বে বোদাডিহি মোড়। সেখান থেকে ডান দিকে প্রায় ৩০ মিটার উঁচু টিলায় উঠলেই চোথে পড়বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া লোকমুখে বিখ্যাত সাদা পাহাড়। যদিও স্থানীয় মানুষের কাছে যা চাতন ডুংরি নামে পরিচিত। এমন সাদা পাথর বেলপাহাড়ির আর কোথাও দেখা যায় না বলে দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই হাতেগোনা কিছু পর্যটক এই নতুন জায়গার সন্ধান পেয়েছেন। বোদাডিহার নিরাপদ মাহাতর কথায়, এটা ছোট একটা পাহাড়। আমরা চাতন ডুংরি বলি। কিন্তু পাথরগুলো ধবধবে সাদা। কিছু পর্যটক খোঁজখবর পেয়ে এখন আসছেন। তবে সেভাবে এখনও কেউ এই সাদা পাহাড়ের খোঁজ জানেন না।
আরও পড়ুন-সংস্কৃতিবান্ধব পরিবেশ গড়ে গ্রামীণ গ্রন্থাগারের হাল ফেরালেন অনিতা
কলকাতার যোগমায়া দেবী কলেজের ভূগোলের সহকারী অধ্যাপক ঝাড়গ্রামের বাসিন্দা কিশোর দণ্ডপাট বলেন, এটা কোয়ার্টজ়াইট পাথর। এই জেলায় একমাত্র বেলপাহাড়ির বোদাডিহি মোড় সংলগ্ন টিলার উপরেই দেখা যায়। আমিও প্রথম এই পাহাড় দেখে অবাক হয়েছিলাম। এই পাহাড় সম্পর্কে পর্যটকেরা জানতে পারলে ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে সাড়া ফেলে দিতে পারে। গোটা বেলপাহাড়ি এলাকাটাই পাহাড়, ডুংরি আর ঝর্না মিলে ছবির মতো সুন্দর। ঝাড়গ্রাম পর্যটন দফতরের কর্তা মহম্মদ আলিম আনসারি জানান, ‘প্রশাসনিকভাবে জেলার বিভিন্ন পর্যটনস্থল সুন্দর করে সাজিয়ে পর্যটকদের কাছে তুলে ধরার চেষ্টা চলছে। এই জেলার মূল সৌন্দর্য ছড়িয়ে বেলপাহাড়িতে। জঙ্গল, পাহাড়, নদী, জলপ্রপাত রয়েছে সেখানে। এবার তার সঙ্গে সাদা পাহাড় যুক্ত হয়ে পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলবে।’