ব্রিটেনে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা

লিজার মন্ত্রিসভায় ঠাঁই হল না সুনকের

Must read

প্রতিবেদন : নতুন মন্ত্রিসভা গঠনে বড়সড় চমক দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রুস। ব্রিটেনের ইতিহাসে প্রথমবার অর্থ এবং বিদেশের মতো দুই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে দুই কৃষ্ণাঙ্গ নেতাকে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি দফতরের ক্ষমতায় এই প্রথমবার থাকছেন না কোনও ব্রিটিশ পুরুষ। প্রত্যাশামতোই লিজার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন না ঋষি সুনক। এমনকী, তাঁর ঘনিষ্ঠদেরও মন্ত্রিসভায় জায়গা দেননি লিজা। ভারতীয় বংশোদ্ভূত ঋষিকে সরানো হলেও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আর এক ভারতীয়। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভেরম্যানকে (Suella Braverman)। উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিজার ঘনিষ্ঠ বন্ধু টেরেসে কোফে। এই প্রথম কোনও কৃষ্ণাঙ্গকে ব্রিটেনের অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ঋষির ছেড়ে যাওয়া অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ঘানার বংশোদ্ভূত কোয়াসি কোয়ারতেং। প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ব্রিটেনের বিদেশমন্ত্রী হয়েছেন জেমস ক্লেভারলি। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বেন ওয়ালেস। শোনা গিয়েছিল, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেতে পারেন ঋষি। কিন্তু লিজার মন্ত্রিসভার ঘোষণাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, আপাতত মন্ত্রিসভায় ঠাঁই নেই ঋষির। নির্বাচনের সময় ঋষির হয়ে প্রচার করেছিলেন জর্জ ইউস্টিস, ডমিনিক রাব, স্টিভ বার্কলে ও গ্রান্ট শ্যাপস। এই চারজনকেই মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছেন লিজা।

আরও পড়ুন: ট্রাম্পের বাড়ি থেকে মিলেছে বিভিন্ন দেশের পারমাণবিক শক্তির গোপন নথি

স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছরের সুয়েলা ব্রেভারম্যান (Suella Braverman)। কনজারভেটিভ পার্টির এই সদস্য বরিস জনসন সরকারে অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী লিজা নিজেই সুয়েলার নাম সুপারিশ করেন। রাজনৈতিক মহল মনে করছে, এই মুহূর্তে সুয়েলার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হল ব্রেক্সিট সংক্রান্ত জটিলতা সামলানো। পাশাপাশি নির্বাচনী প্রচারে কর ছাড় ও কর হ্রাসের যে প্রতিশ্রুতি লিজা দিয়েছিলেন তা বাস্তবায়িত করার পথও তাঁকে খুঁজতে হবে। সুয়েলা অবশ্য ভারতের মাটিতে জন্মগ্রহণ করেননি। তাঁর মা-বাবা দু’জনই ভারতীয় বংশোদ্ভূত। তাঁর মা উমা তামিল হিন্দু। বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ গোয়ার মানুষ। ১৯৬০-র দশকে উমা মরিশাস থেকে ব্রিটেনে আসেন। অন্যদিকে কেনিয়া থেকে ব্রিটেনে আসেন ক্রিস্টি। ব্রিটেনেই তাঁদের পরিচয় ও বিয়ে হয়। সুয়েলার জন্ম ব্রিটেনেই। সুয়েলার দুই সন্তান আছে। ব্রিটেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী বৌদ্ধ ধর্মাবলম্বী। শপথবাক্য পাঠের সময়ে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন।

Latest article