সংবাদদাতা, বর্ধমান : নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোপথে হেমন্ত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্টেশনে শিল্পীর ছবি লাগিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সে ছবি দেখে কার সাধ্য চেনে, ছবিটা কার! অত্যন্ত কুৎসিতদর্শন সেই ছবি নিয়ে তীব্র আপত্তি জানালেন স্টার্ট আপ ফাউন্ডেশনের কর্মকর্তা সন্দীপন সরকার। সোমবারই তিনি মেট্রো কর্তৃপক্ষকে ই-মেলে এ-ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন-দেউচা পাঁচামি : স্থানীয়দের উসকাচ্ছে বাম-বিজেপি
সন্দীপন জানিয়েছেন, সোমবারই তাঁর নজরে আসে বিষয়টি। হেমন্ত মুখোপাধ্যায়ের নামে এই স্টেশন। অথচ তাঁর যে ছবি স্টেশনে ব্যবহার করা হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে, তা ভীষণ রকম বেমানান। হেমন্ত মুখোপাধ্যায়ের মতো এই মহান শিল্পীকে সম্মান জানাতে গিয়ে মেট্রো কর্তৃপক্ষ কার্যত অবমাননা করে ফেলেছেন। তাঁরা চান, মেট্রো কর্তৃপক্ষ দ্রুত ওই ছবি সরিয়ে ফেলে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রকৃত ছবি ব্যবহার করুক। প্রয়োজনবোধে মেট্রো কর্তৃপক্ষকে তাঁরা সবরকম সাহায্য করতে প্রস্তুত। দরকার পড়লে তাঁরাই হেমন্তবাবুর প্রকৃত ছবি মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দিতে এবং এ-ব্যাপারে সবরকম সহায়তা করতে প্রস্তুত আছেন। খোদ শিল্পীর নিজের শহরেই তাঁর এই বেমানান ছবি তাঁর সম্পর্কে অন্য বার্তা বহন করছে। সন্দীপন জানিয়েছেন, সোমবারই তিনি মেট্রো রেলের কলকাতার জে এল নেহরু রোডের জেনারেল ম্যানেজারের অফিসে ডেপুটি চিফ অপারেশন ম্যানেজার (ও অ্যান্ড এম) দীপ্ত সাহার কাছে এ-ব্যাপারে ই-মেল করেছেন। একজন বাঙালি আইডলের এই কদর্য ছবি যত দ্রুত সম্ভব মেট্রো কর্তৃপক্ষ সরিয়ে নিক এটাই তাঁরা চান।