প্রতিবেদন : উজবেকিস্তানে কাশির সিরাপ (cough syrup) খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হয়েছে নয়ডার ম্যারিয়ন বায়োটেক। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এক রিপোর্টে জানাল ভারতের আরও দুই সংস্থার তৈরি কাশির ওষুধ একেবারেই নিরাপদ নয়। ওই রিপোর্টে বলা হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানার আরও দুটি সংস্থার তৈরি কাশির ওষুধে এমন বিষাক্ত রাসায়নিক আছে যা খেলে বাচ্চাদের মারাত্মক ক্ষতি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতের পাঞ্জাবের কিউপি ফার্মাচেন ও হরিয়ানার ট্রিলিয়াম ফার্মার তৈরি কাফ সিরাপ খেলে বাচ্চাদের প্রাণ সংশয়ের ঝুঁকি থাকবে। কাশির (cough syrup) ওষুধে থাকা বিষাক্ত উপাদান শরীরে ঢুকলে মারাত্মক পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, প্রস্রাবে সমস্যা, মাথা যন্ত্রণা, কিডনির অসুখ এমনকী, মানসিক স্থিতিতেও বদল আসতে পারে। হু-র বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুটি সিরাপেই রয়েছে প্রচুর পরিমাণে ডাইইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল। যা শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারে। এই রাসায়নিকের কারণেই সংশ্লিষ্ট সংস্থার তৈরি কাশির ওষুধ বিষাক্ত হয়ে উঠেছে। হু ছাড়াও অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষা করে দেখেছে পাঞ্জাব ও হরিয়ানার ওই দুই সংস্থার তৈরি কাফ সিরাপ হু-র নির্দেশিকা মেনে তৈরি হয়নি। এই দুই সংস্থার তৈরি কাশির ওষুধে এমন উপাদান আছে যা শরীরে ঢুকলে বিষক্রিয়া ঘটতে পারে।
আরও পড়ুন- কর্নাটকে প্রার্থীদের কাছে ভোটারদের ডেটা বিক্রির প্রস্তাব!