প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গরু-কয়লা কেসে অভিযুক্ত ফেরার বিনয় মিশ্রর সঙ্গে কথোপকথনের বিষয়টি সামনে এনে বোমা ফাটিয়েছিলেন। তার জেরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার শুভেন্দুর সামনে তৃণমূলের আরও দুই প্রশ্ন। বিনয় মিশ্রর এক ঘনিষ্ঠ আত্মীয়, যিনি এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন, তাঁর সঙ্গে শুভেন্দু ২০২১ সালে দেখা করেছেন কি না? এরই সঙ্গে দল প্রশ্ন তুলেছে, শুভেন্দু বলেছেন বিনয় মিশ্রর ঘনিষ্ঠ ওই আত্মীয়র সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি রোজ কথা বলেছেন, যদি তাই হয় তা হলে গত ১০ বছরে ১ সেকেন্ডর অডিও ক্লিপ কেন সামনে আনছেন না শুভেন্দু। আছে কি সেই অডিও ক্লিপ-প্রমাণ? যদি থাকে সেটা তদন্তকারী সংস্থার হাতেই বা তুলে দিচ্ছেন না কেন? মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের তরফে এই দুই প্রশ্ন সামনে রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন-যুবভারতীতে এএফসি কাপের জোনাল সেমিফাইনাল, ডুরান্ড ভুলে সতর্ক মোহনবাগান
এদিন আবারও চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে তীব্র আক্রমণ করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনয় মিশ্রর সঙ্গে শুভেন্দু কথা বলেছে এটা বলার পর শুভেন্দু আর চাপ নিতে না পেরে বলে ফেলেছে অভিষেক নাকি বিনয় মিশ্রর ওই আত্মীয়র সঙ্গে রোজ যোগাযোগ রাখেন। গত ১০ বছরে যোগাযোগ করেছিলেন কি অভিষেক? যদি করে থাকেন তাহলে ১ সেকেন্ডের অডিও দিক না শুভেন্দু। সঙ্গে কুণালের প্রশ্নবোমা, ২০২১ সালের ২১ ও ২২ তারিখে শুভেন্দু বিনয় মিশ্রর ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে কলকাতার নিজাম প্যালেসে ৬টা থেকে ৭টার মধ্যে দেখা করেছে না করেনি? উত্তর দিক শুভেন্দু অধিকারী। কুণালের সংযোজন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে আমাদের দাবি থাকবে তাদের হেফাজতে থাকা ওই অভিযুক্তের মোবাইলের টাওয়ারের সঙ্গে শুভেন্দুর ফোনের টাওয়ার লোকেশন ওই দিন ওই সময়ে একজায়গায় ছিল কি না তা তদন্তের আওতায় আনা হোক।
আরও পড়ুন-পার্কিনসন
শুভেন্দুকে বাটপার বলে কুণাল ঘোষের তীব্র কটাক্ষ, ও বিনয় মিশ্রকে বলেছে, সব সেট করে দেব। আমরা জানতে চাই কীসের সেটিংয়ের কথা বলেছে ও। মুখে বড় বড় কথা না বলে শুভেন্দু বাপের ব্যাটা হলে বলুক ও বিনয় মিশ্রর সঙ্গে কথা বলিনি। অভিষেক তো বলেছেন, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই। এখনও কেন মানহানির মামলা করেনি শুভেন্দু? ও মামলা করলেই কোর্টে অডিও ক্লিপ জমা দিয়ে তার ফরেনসিক পরীক্ষার দাবি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।