বঙ্গ

রাজ্যপালের পুরস্কার প্রত্যাখ্যান করে কেন্দ্রকে জবাব লশকরের

প্রতিবেদন : শততম পর্বে ফেটে গেল প্রধানমন্ত্রীর মনের কথার ফানুস। মন কি বাত অনুষ্ঠান কোটি কোটি ভারতীয়ের মনের কথার প্রতিফলন বলেই ব্যাখ্যা করেন খোদ প্রধানমন্ত্রী৷ কিন্তু, সেই মন কি বাত-এর অংশ হয়েও শততম পর্বে ব্রাত্যই থাকলেন বঙ্গসন্তান সইদুল লশকর (Taxi driver Saidul laskar)। রবিবার রাজভবনে মন কি বাতের অনুষ্ঠানে হাজির থেকেও রাজ্যপালের সম্মান প্রত্যাখ্যান করে যোগ্য জবাবও দিয়ে দিলেন ট্যাক্সি চালক থেকে লড়াই করে হাসপাতালের প্রতিষ্ঠাতা হয়ে ওঠা দক্ষিণ ২৪ পরগনার সইদুল লশকর। রবিবার দেশের ২২টি ভাষায় এবং একাধিক বিদেশি ভাষাতেও সম্প্রচারিত হয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান৷ কলকাতার রাজভবনেও এদিন মন কি বাত-এর শততম পর্ব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমন্ত্রিত হয়ে হাজির ছিলেন সইদুলও। কিন্তু কাশ্মীরের মনজুর, হরিয়ানার সুনীলেরা স্থান পেলেও বাংলার সইদুল লশকরের লড়াইয়ের কাহিনি স্থান পায়নি প্রধানমন্ত্রীর মনের কথায়। আর তা নিয়েই প্রবল মনোকষ্টে অনুষ্ঠান-শেষে রাজ্যপালের হাত থেকে সম্মান নিতে অস্বীকার করেন সইদুল। এদিন রাজভবনে দাঁড়িয়ে সইদুল বলেন, ৫০তম মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার লড়াইয়ের কথা তুলে ধরেন। এরপর প্রোজেক্ট নিয়ে দিল্লিতে যেতে বলা হয়েছিল। দিল্লিতে গেলাম, হোটেলে থাকলাম। ঘুরে চলে এলাম৷ কারও সঙ্গে দেখা হল না। প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা হয়নি। কথাও হয়নি।’

আরও পড়ুন-ইন্দাসে বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সইদুলের (Taxi driver Saidul laskar) আরও দাবি, দিল্লি থেকে ফিরে আসার পর ১০০তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। তিনি বলেন, ‘ভেবেছিলাম আজকের স্পেশাল স্ক্রিনিংয়ে আমার লড়াইয়ের কাহিনি তুলে ধরা হবে। কিন্তু তা হল না। বাংলার কারও কথাই তুলে ধরা হয়নি। অথচ বাংলার রাজভবনে অনুষ্ঠান হচ্ছে। যখন আমার কাহিনি দেখলাম না, আমার খুব কষ্ট হয়েছে। আমি অত্যন্ত আবেগপ্রবণ মানুষ৷ তাই আমি রাজ্যপালের হাত থেকে সম্মান গ্রহণ করিনি।’ সইদুল লশকর আদতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের পুড়িগ্রামের বাসিন্দা। পেশায় তিনি ট্যাক্সি চালক। ট্যাক্সি চালিয়ে সংসার চালানোর পাশাপাশি পুড়িগ্রামে একটি হাসপাতালও পরিচালনা করেন তিনি। যে হাসপাতালে ওই গ্রামের বাসিন্দা-সহ আশপাশের বহু মানুষ চিকিৎসা করাতে আসেন এবং বিনা পয়সায় তাঁদের ওষুধও দেওয়া হয়। শুধু মুখের কথা ছাড়া প্রধানমন্ত্রীর কাছে প্রকৃত সাহায্য পেলে আগামিদিনে হাসপাতালকে আরও বড় করে তুলতে পারতেন বলে আক্ষেপ সইদুলের।

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

12 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago