নয়াদিল্লি : কৃষক অনুদান নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে সরাসরি জবাব এড়ালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।
আরও পড়ুন-গেহলটকে হঠাতে ৬০ কোটির প্রস্তাব
সাংসদ তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধি যোজনার অন্তর্গত যেখানে ১২.৫ কোটি কৃষক পরিবারকে মাথাপিছু ৬ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য মোট খরচ হওয়ার কথা ৭৫,০০০ কোটি টাকা, সেখানে বরাদ্দ হয়েছে মাত্র ৬৮,০০০ কোটি টাকা। কম টাকা অনুমোদন হওয়ার কারণ কী? এই প্রশ্নের জবাবে নরেন্দ্র সিং তোমার ঘুরিয়ে বলেছেন, প্রথমে যোগ্য কৃষক পরিবার হিসেবে সরকারের কাছে পরিসংখ্যান ছিল ১২.৫ কোটি। পরবর্তীকালে ১১.৩৭ কোটি কৃষক পরিবার যোগ্য বলে প্রমাণিত হয়েছে, তাই তারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন।