বাংলার মনীষীদের ছবি আঁকা ব্যাজ নিয়ে প্রবেশে বাধা কেন? ঋতব্রত

বাংলার মনীষীদের ছবি আঁকা ব্যাজ বুকে নিয়ে সংসদে প্রবেশ করতে বাধা পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন: বাংলার মনীষীদের ছবি আঁকা ব্যাজ বুকে নিয়ে সংসদে প্রবেশ করতে বাধা পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সংসদে আয়কর বিল প্রত্যাহার অর্থমন্ত্রকের

তাঁর প্রশ্ন, কোন অধিকারে আমাদের বাধা দেওয়া হচ্ছে? আমরা তো প্ল্যাকার্ড-পোস্টার নিয়ে সংসদে ঢুকছি না। বাংলা এবং বাঙালির প্রতি অবমাননার প্রতিবাদ জানাচ্ছই আমরা। আমাদের বুকে রয়েছে জয় হিন্দ, জয় বাংলা লেখা ব্যাজ। আমাদের হৃদয়ে রয়েছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয়-বাদল-দীনেশ, বিদ্যাসগর, রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের মতো মহামানব। তাঁদেরই ছবি আমাদের ব্যাজে। এরমধ্যে আপত্তির কী থাকতে পারে? এই ব্যাজ পরে ভেতরে ঢুকতে কোন যুক্তিতে বাধা দিচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান? শুক্রবার ক্ষোভের সঙ্গে ঋতব্রতর জিজ্ঞাসা, ওরা কি রবীন্দ্রনাথকে ভয় পাচ্ছে? দৃঢ়তার সঙ্গে তাঁর মন্তব্য, ২০২৬-এ বিজেপিকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ এর জবাব দেবে।

Latest article