বড়দিনের উৎসবে বিজেপির তাণ্ডব সব জেনেও নীরব কেন মোদি-শাহ?

মধ্যপ্রদেশের জবলপুরে দৃষ্টিশক্তিহীন তরুণীকে বিজেপি নেত্রীর লাঞ্ছনা ও নিগ্রহের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল।

Must read

নয়াদিল্লি : মধ্যপ্রদেশের জবলপুরে দৃষ্টিশক্তিহীন তরুণীকে বিজেপি নেত্রীর লাঞ্ছনা ও নিগ্রহের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল। রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই ঘটনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্চর্যজনক নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্যুইটে তুলে ধরেছেন ঘটনার ভয়াবহতা। তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি বধির হয়ে গেছেন? বড়দিনের মরশুমে এই ধরনের নীরবতা বধির করে দেয়৷ মোদি এবং শাহকে ধিক্কার জানিয়ে তাঁর মন্তব্য, লজ্জা! আপনাদের এবং আপনাদের মতো মানুষদের জন্য লজ্জা হয় আমাদের ।

আরও পড়ুন-হাত ধরে প্রেম নিবেদন আসলে মহিলাদের সম্ভ্রমহানি : পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের

শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলা। নির্দিষ্টভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর যেভাবে একাধিক রাজ্যে হামলার ঘটনা ঘটছে এবার তার নিন্দায় সরব দেশের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠন। রাজ্য সরকারগুলির পাশাপাশি কেন্দ্রের সরকারের হস্তক্ষেপ দাবি করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই)। এই ঘটনাগুলির পরেও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নীবরতায় তাঁরা বধির হয়ে গিয়েছেন কি না প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বড়দিনের উৎসবের মরশুমে দেশের একাধিক রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে সিবিসিআই। তাঁদের তরফ থেকে দাবি করা হয়, এই ধরনের ঘটনা, বিশেষত শান্তিপূর্ণ ক্যারল গায়কদের উপর হামলার ঘটনা সংবিধানের ধর্মাচরণে স্বাধীনতার উপর প্রবলভাবে আঘাত করে। সেই সঙ্গে বেঁচে থাকা ও নির্ভয়ে উপাসনার উপরও আঘাত।

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবস, নাশকতা রুখতে অতিরিক্ত বাহিনী

তবে সংগঠনের সবথেকে বড় আপত্তির বিষয় এতগুলি রাজ্যে এত ঘটনার পরেও কেন্দ্রের সরকারের নীরবতা। মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী অঞ্জু ভার্গভের মতো নেত্রীর অপসারণ দাবি করেছেন তাঁরা। সেই সঙ্গে যে সব রাজ্যে এই ঘটনাগুলি ঘটেছে সেই সব রাজ্যের সরকারগুলি ও কেন্দ্রের সরকারের পদক্ষেপ দাবি করেছেন তাঁরা। সেই সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের এই আনন্দের উৎসবে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, তার দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে।
চলতি সপ্তাহের শুরুতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার ঘটনা গোটা দেশে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতিতেও কেন্দ্রের সরকারের পক্ষ থেকে একটিও বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকী রাজ্যগুলির প্রশাসনও ঘটনাগুলিতে কোনও পদক্ষেপ নেয়নি। স্বাভাবিকভাবে সরব তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি তোপ দাগেন, বড়দিনের মরশুমে এই ধরনের ঘটনায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের নীরবতা আপনাদের বধিরতাকে প্রমাণ করে। আপনি ও আপনাদের মত লোকেদের ধিক্কার।

Latest article