প্যান্ট্রিকার নেই কেন সব দূরপাল্লার ট্রেনে? কেন্দ্রকে তোপ পাবলিক অ্যাকাউন্টস কমিটির

একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের প্রয়োজনীয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷

Must read

প্রতিবেদন : সমস্ত দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার নেই কেন? প্রশ্ন তুলল পাবলিক অ্যাকাউন্টস কমিটি। সরাসরি দায়ী করা হল রেলের দায়িত্বজ্ঞানহীনতাকেই। অবিলম্বে ৯টি দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার চালু করার সুপারিশ করল কমিটি।

আরও পড়ুন-নেপথ্যে গেরুয়া অভিসন্ধি? জবাব তলব অধ্যক্ষের, গরম রুখতে দিল্লির কলেজের দেওয়ালে গোবর

একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকারের প্রয়োজনীয়তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ এটা জানার পরেও রেলমন্ত্রকের তরফে এই সব ট্রেনে প্যান্ট্রিকারের ব্যবস্থা করা হয়নি৷ ফলে দেশের বিভিন্ন প্রান্তের দূরপাল্লার ছুটন্ত ট্রেনের যাত্রীদের মারাত্মক অসুবিধের মধ্যে যাতায়াত করতে হচ্ছে৷ এই পরিস্থিতিতে রেলমন্ত্রকের ভূমিকাকে কাঠগড়ায় তুলে তোপ দাগল পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ একটানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলতে থাকা যে ৯টি দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রিকার নেই, সেখানে অবিলম্বে প্যান্ট্রিকার ব্যবস্থা শুরু করার জন্য রেল মন্ত্রকের কাছে সুপারিশ করেছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ একইসঙ্গে বিভিন্ন জোনাল রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে সংশ্লিষ্ট দূরপাল্লার ট্রেনগুলির যাত্রাপথের বড় স্টেশনগুলিতে আরও বেশি করে সুলভ ফুডস্টলের ব্যবস্থা রাখতে৷ যতদিন পর্যন্ত না প্যান্ট্রিকারের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে, ততদিন পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে বড় স্টেশনে বেশি করে সুলভ ফুডস্টলের ব্যবস্থা করা হলে যাত্রীরা সেখান থেকে খাবার কিনেও খেতে পারবেন বলে মনে করছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি৷ দেশের সব রেল জোনের অন্তর্গত স্টেশন, প্ল্যাটফর্ম চত্বর ও চলন্ত ট্রেনের যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য রেল মন্ত্রককে আরও বেশি সক্রিয় থাকার কথাও বলেছে পাবলিক অ্যাকাউস কমিটি৷

Latest article