জাতীয়

মন্ত্রীপুত্রকে জামিন কেন? ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : লখিমপুরখেরি মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ও খুনের মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্রের জামিন চ্যালেঞ্জ করে হওয়া মামলায় যোগী প্রশাসনের ব্যাখ্যা তলব করল শীর্ষ আদালত৷ বুধবার উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, মন্ত্রীপুত্রের জামিনের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে৷

আরও পড়ুন-অমানবিক কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে, হাসপাতালে মেলেনি শববাহী যান, মৃতের দেহ কাঁধে নিলেন মহিলারাই

লখিমপুর–কাণ্ডে একাধিক কৃষককে গাড়িতে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা তথা মন্ত্রীপুত্র আশিস৷ অভিযোগ, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়েই তড়িঘড়ি তার জামিন মঞ্জুর হয় এলাহাবাদ হাইকোর্টে৷ এই ঘটনার পিছনে বিজেপির রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং জামিন খারিজের দাবি জানিয়ে পাল্টা মামলা হয় সুপ্রিম কোর্টে৷ লখিমপুর–কাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলির তরফে এই মামলা দায়ের করা হয়েছিল৷ এই সংক্রান্ত পিটিশনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্নার বেঞ্চ উল্লেখ করে, বিশেষ তদন্তকারী দল প্রধান অভিযুক্তকে জামিন দেওয়ার বিরুদ্ধে আপিল করার সুপারিশ করেছে৷

আরও পড়ুন-সাম্প্রদায়িক দাঙ্গা ও দলিতদের লাঞ্ছনা, সংসদে কেন্দ্রের তথ্যেই বেআব্রু মোদি জমানা

প্রসঙ্গত, লখিমপুর–কাণ্ডের তদন্তের জন্য গঠিত এসআইটি–র কাজ তত্ত্বাবধান করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার৷ তিনি দুটি রিপোর্টে রাজ্য সরকারকে লেখেন, আশিস মিশ্রকে দেওয়া জামিন বাতিল করার জন্য শীর্ষ আদালতে আপিল মামলা দায়ের করতে৷
বুধবার সুপ্রিম কোর্টে লখিমপুর–কাণ্ডের শুনানিতে আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী দুষ্যান্ত দাভে৷ প্রধান বিচারপতি রামান্নার বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলি৷

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago