প্রয়াগরাজ নিয়ে কেন চুপ বিজেপি ? বিজেপিকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যের

Must read

প্রয়াগরাজের ঘটনায় সুর চড়াল তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ বিজেপি শাসিত উত্তরপ্রদেশের একই পরিবারের পাঁচ জনকে খুন করার ঘটনায় বিজেপি কেন চুপ রয়েছে, সেই প্রশ্ন তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)৷

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার আইনের শাসন চালাচ্ছে ৷ পুলিশ প্রশাসনও আইনের বাইরে নয়। এটা একটা দৃষ্টান্ত। সেখানে অন্য রাজ্যে প্রমাণ লোপাট করা হচ্ছে৷ বাক স্বাধীনতা হরণ করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজ্যে যখন বিজেপির সত্য অনুসন্ধানকারী দল এসেছিল, তখন তাদের কোনও রকম বাধা দেওয়া হয়নি কিন্তু দিল্লিতে যখন তৃণমূলের প্রতিনিধি দল গেল, তখন তাদের বাধা দেওয়া হল৷ এই বিষয় থেকেই সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, কী ভাবে অন্য রাজ্যগুলি মানুষের উপর অত্যাচার চালাচ্ছে৷

আরও পড়ুন – অসমের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রিপুন বোরা

চন্দ্রিমা (Chandrima Bhattacharya) উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে আরও বলেন, “মোদীজি প্রয়াগরাজে পবিত্র ভূমি বলেন। সেখানে এরকম ঘটনা বেদনাদায়ক। যখন বাড়ির ছেলে উপস্থিত ছিল না তখন বাড়ির ৫ জনকে খুন করা হয়েছে। একটি মেয়েকে পাওয়া গেছে বিবস্ত্র অবস্থায়। এর মধ্যে একটি শিশুও আছে৷  অনেকে যোগী রাজের ফলাও করে ব্যাখা করে। আমাদের প্রশ্ন যোগী রাজ না গুন্ডারাজ।” উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৃশংস ঘটনা খতিয়ে দেখতে সেখানে দলের একটি প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে৷ তবে, কখন এবং কারা কারা সেই প্রতিনিধি দলে থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি ৷ দলীয় স্তরে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Latest article