হিংসার বলি কেন শিশুরা, প্রশ্ন তুললেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া

রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের রিয়াসির কাছে তীর্থযাত্রী-বোঝাই বাসে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ হারান ১০ জন।

Must read

প্রতিবেদন : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ঘৃণার (violence) ঘটনায় কেন বারবারই বলি হতে হবে সাধারণ মানুষ এবং শিশুদের? প্রশ্ন তুললেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। জম্মু-কাশ্মীরের রিয়াসির কাছে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করে এই প্রশ্ন তুলেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের অনুভূতি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, বিধ্বস্ত আমি। নিরপরাধ তীর্থযাত্রীদের উপর জঘন্য হামলা চালানো হয়েছে। কেন সাধারণ মানুষ এবং শিশুদের উপরে এই হামলা?

আরও পড়ুন-বেআইনি নির্মাণ রুখতে নয়া পদক্ষেপ পুরসভার

সারা বিশ্বে যেভাবে ঘৃণা ছড়াচ্ছে তা আমার বোধগম্যের বাইরে। রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের রিয়াসির কাছে তীর্থযাত্রী-বোঝাই বাসে নির্বিচারে গুলি চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ হারান ১০ জন। জখম হন প্রায় ৩৫ জন। নিহতদের মধ্যে ছিল ২ বছরের এক শিশু এবং ১৪ বছরের এক কিশোর।
আসলে সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রথম নয়, বারবারই গর্জে উঠেছেন ইউনিসেফের এই শুভেচ্ছাদূত। প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে তীব্র নিন্দা করেছেন গণহত্যার। রাফায় ইজরায়েল হামলা চালানোর পরে সোশ্যাল মিডিয়ায় প্রতিফলিত হয়েছে তাঁর প্রতিবাদী চেতনা। কিন্তু তাঁর যে বিষয়টা সাম্প্রতিককালে সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে শিশুদের অসহায় অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। উদ্বাস্তু শিবিরে শিশুদের সঙ্গে সময় কাটাতে প্রিয়াঙ্কা ছুটে গিয়েছিলেন পোল্যান্ডে।

Latest article