কেন টানা ১৭ দিন জলে দাঁড়িয়ে আলিপুর চিড়িয়াখানার জলহস্তি? জানা গেল কারণ

Must read

টানা ১৭ দিন। ঠায় জলে পড়ে রয়েছে জলহস্তিটি (hippopotamus)। আলিপুর চিড়িয়াখানায় বহু মানুষ আসছে তাকে দেখতে ভিড় জমাচ্ছে সেখানে। কিন্তু সবারই প্রশ্ন কেন এতদিন ধরে জলে দাঁড়িয়ে রয়েছে জলহস্তিটি? কারণ অসুস্থ আলিপুর চিড়িয়াখানার বছর চারেকের পুরুষ জলহস্তিটি।

জলহস্তি (hippopotamus) পায়ের বল হারিয়েছে। স্নায়ুরোগে আক্রান্ত। বন্ধ হাঁটাচলা। জলহস্তির পায়ের বল ফেরাতে করা হচ্ছে ফিজিওথেরাপি। ইনফ্রারেড রে দিয়ে হচ্ছে ফিজিওথেরাপি। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে তার স্নায়ুগুলিকে ফের সজীব করে তোলা হচ্ছে। তার চিকিৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করেছে আলিপুর কর্তৃপক্ষ। আলিপুর পশু চিকিৎসকদের সঙ্গে বেলগাছিয়া প্রাণী হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি টিমে রয়েছে নন্দনকাননের চিকিৎসকরাও।

আরও পড়ুন- দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই, বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেব: হুঁশিয়ারি দলনেত্রীর

জলহস্তিকে জল থেকে তুলে তার চিকিৎসার ব্যবস্থা করতে প্রথমে ক্রেন নামানোর কথা ভাবলেও কতৃপক্ষ তা করতে চাইছে না। বরং তার পায়ের বল ফেরাতে ফিজিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড। আলিপুর চিড়িয়াখানার মেডিক্যাল বোর্ডের এক চিকিৎসক জানান, ইনফ্রারেড রে থেরাপি করে জলহস্তীর স্নায়ুগুলি সজীব করার চেষ্টা চলছে। কতদিনে সে হাঁটাচলা করতে পারবে তা বলা যাচ্ছে না। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়েছে, স্নায়ুগুলি সক্রিয় করা গেলে সে আগের মতোই হাঁটাচলা করতে পারবে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানা থেকে এই জলহস্তিটিকে নিয়ে আসা হয়েছিল। সঙ্গে এসেছিল একটি মেয়ে জলহস্তিও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেয়ে জলহস্তিটির মৃত্যু হয়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে এই পুরুষ জলহস্তিটি। বড়দিনের ঠিক আগে থেকেই আচরণে বড় বদল দেখা যায় তার। ঠিকমতো খাওয়াদাওয়া করছে না, রাতে নাইট শেল্টারেও ফিরছে না।

Latest article