প্রতিবেদন : কার্তিক মহারাজের ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে না কেন? কার্তিক মহারাজ কাদের আশ্রিত? কার্তিক মহারাজকে কেন এখনও গ্রেফতার করা হয়নি? মণিপুর, হাথরস থেকে ওড়িশায় নারীদের উপর অত্যাচার হলে এই বিজেপির নেতারা কোথায় থাকেন? বিজেপি ও তাদের ঘনিষ্ঠদের কুকর্ম নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে জবাব চাইল তৃণমূল কংগ্রেস। একতরফাভাবে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে বদনাম করতে নামা বিজেপিকে কার্যত আয়না দেখানো হল। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ প্রশ্ন করেন, এখানে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন আসবে? ওদের আসার আগেই তো অপরাধীরা গ্রেফতার হয়ে গেছে। তবে ওরা কেন আসবে? রাজনৈতিক পর্যটকদের মতো বেড়াতে আসবেন?
আরও পড়ুন-দিনের কবিতা
কুণালের প্রশ্ন, কার্তিক মহারাজের কাছে দিনের পর দিন নির্যাতিত ওই মহিলা বয়ান দিয়েছেন, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরও লজ্জা করছে না সুকান্ত মজুমদারদের? এখনও কথা বলে যাচ্ছেন? লজ্জা করে না আপনাদের, অন্য দলের বিরুদ্ধে প্রশ্ন তুলতে? শনিবার গিয়েছেন নাটক করতে? কার্তিক মহারাজ আজ সাহস পেয়েছেন এই সুকান্তবাবুদের জন্য। কসবার ঘটনায় অপরাধীরা গ্রেফতার গ্রেফতার হয়ে গিয়েছে। শনিবার আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা ফ্যাক্ট ফাইন্ডিংয়ের ছুঁতো করে দিঘায় জগন্নাথধাম দেখতে আসছেন। তাঁরা না হয় কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন তাঁর কাছ থেকে জেনে নিন কোন আশ্রমে কোন ঘর ছিল। কুণালের সংযোজন, জ্যোতির্বিদ্যা বোঝা খুব মুশকিল। কে কখন কী করবে, সেটা বোঝা কঠিন। সুশান্ত ঘোষের ওই ভিডিওটা দেখা যাবে ভেবেছিলেন! কার্তিক মহারাজের বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে, কেউ ভেবেছিলেন? এসব তো আগে থেকে বোঝা যায় না। খারাপ ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত হয়েছে। গ্রেফতার হয়েছে। পুলিশ কাস্টডি দিয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। নির্যাতিতার অভিযোগ বলে যে বয়ান রয়েছে, তা গুরুতর। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে। যা যা করার দরকার পুলিশ করছে, তা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য নয়। কিন্তু এই কার্তিক মহারাজের মতো লোকেরা ধর্মকে কলুষিত করছে। আর এদের পেট্রন হল, ধর্মকে বিক্রি করে যারা রাজনীতি করে সেই সুকান্ত মজুমদারের মতো লোকেরা।
আরও পড়ুন-পুরস্কৃত ত্রিদিবের অফবিট গল্প
এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যদি কথাই বলতে হয়, তবে ওদের প্রথমেই উচিত ওই কার্তিক মহারাজের দ্বারা নির্যাতিত ওই মহিলার সঙ্গে কথা বলা। ঘটনা কোথায় ঘটেছে, কোন আশ্রমে ঘটেছে, ঘটনাস্থল কোথায়, আশ্রমে ঠিক কী কী ঘটেছিল এগুলো দয়া করে ওই মহিলার কাছ থেকে জেনে নেবেন।
অভয়ার বাবা-মায়ের প্রশ্ন নিয়ে জবাবে কুণাল বলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা রয়েছে। কিন্তু কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলার অভিযোগ রয়েছে, তাঁকে নিয়ে অভয়ার বাবা-মার কাছে যাবে নাকি।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…