জাতীয়

জাতির জনককে অবমাননা কেন? প্রশ্ন তুলল তৃণমূল

নয়াদিল্লি : মনরেগার নাম পরিবর্তনের বিল পেশ করতে গিয়ে লোকসভায় তীব্র বিরোধিতার মুখে পড়ে রীতিমতো নাস্তানাবুদ হল মোদি সরকার। যুক্তি-তর্কে তৃণমূল চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল ভিবি রামজি বিল কতটা অগণতান্ত্রিক। মঙ্গলবার লোকসভায় পেশ হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভি বি রামজি বিল। শুরুতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদরা। রীতিমতো উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। কিছুটা থতমত খেয়ে যান কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় দাবি জানান, বিলটিকে অবিলম্বে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক৷ একইসঙ্গে তিনি দাবি করেন এই বিলের মাধ্যমে মনরেগা প্রকল্পের আমূল পরিবর্তন করতে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করেছে মোদি সরকার৷ তাঁর কথায়, রাম গোটা দেশে প্রণম্য৷ কিন্তু দেশের স্বাধীনতার ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান কেউ অস্বীকার করতে পারবে না৷ দেশ গড়ার ক্ষেত্রে তাঁর কৃতিত্ব অপরিসীম৷ তারপরেও তাঁকে অসম্মান করছে মোদি সরকার৷ এর পরেই তিনি দাবি করেন, মোদি সরকারের নতুন প্রকল্পে রাজ্যের ঘাড়ে বিরাট আর্থিক বোঝা তুলে দেওয়ার কথা বলা হয়েছে৷ আগে মনরেগা প্রকল্পের মোট খরচের ৯০ শতাংশ টাকা দিত কেন্দ্রীয় সরকার৷ এখন কেন্দ্র চাইছে প্রকল্পের ৪০ শতাংশ খরচ রাজ্যকে বহন করতে হবে৷ রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত কী করে নেওয়া হল? প্রশ্ন তোলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ৷

আরও পড়ুন-‍‘সার’ নিয়ে তীব্র যুক্তিবাণ, মোদি সরকারের মুখোশ খুলে দিলেন ডেরেক

উল্লেখ্য, গত দু’দশক ধরে সারা দেশের সর্বত্র মনরেগা প্রকল্প পরিচালিত হয়েছে ডিমান্ড বা চাহিদার ভিত্তিতে৷ এবার মোদি সরকার অনৈতিক ভাবে এই প্রকল্পের খোলনলচে বদলে ফেলে গোটা প্রকল্পটিকে জোগানভিত্তিক করে ফেলতে চাইছে। এটা অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ, সাফ জানান প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়৷ এদিন তৃণমূলের দেখানো পথে বিরোধিতা করেছে বিরোধী শিবিরের অন্যান্য দলও।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

34 seconds ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

36 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago