বাংলার টাকা আটকে কেন, ক্ষুব্ধ কল্যাণ প্রশ্ন তুললেন লোকসভায়

Must read

প্রতিবেদন : সব নিয়ম পালন করা সত্ত্বেও পশ্চিবঙ্গকে কেন মনরেগার বকেয়া টাকা দেওয়া হচ্ছে না? লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে লোকসভায় প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতির মুখোশ খুলে দেন শ্রীরামপুরের সাংসদ।

আরও পড়ুন- ভুয়ো ভোটার : তৃণমূলের নেতৃত্বে সংসদে ওয়াকআউট বিরোধীদের

তিনি বলেন, মোদি সরকার বারবারই মিথ্যে দাবি করে থাকে। বাংলায় মনরেগা প্রকল্পের কাজে দুর্নীতি হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলে দিনের পর দিন আটকে রাখা হয়েছে টাকা। এ প্রসঙ্গে মোদি সরকারের বিমাতৃসুলভ রাজনীতির নিদর্শনের প্রসঙ্গ তুলে ধরে কল্যাণের (Kalyan Banerjee) তোপ, গত তিন বছর ধরে আমরা লাগাতার বলে আসছি যে, মনরেগা প্রকল্পের সুবিধে নিতে দেওয়া হচ্ছে না বাংলাকে। কেন্দ্রীয় মন্ত্রকের দাবি, বাংলায় ভুয়ো মনরেগা কেস আছে ২৫ লক্ষ৷ তার পাল্টা কল্যাণ জানান, ২৫ লক্ষ ভুয়ো লোকের কথা বলে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের সঙ্গে শত্রুতা করা যায় না। এরপর সরাসরি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ানকে নিশানা করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কে আপনাকে মন্ত্রী করেছে? আপনি কেন একটি রাজ্যের সঙ্গে ন্যায় করছেন না? অবিলম্বে বাংলাকে নায্য প্রাপ্য দিন।

Latest article