ধনকড় এখনও রাজ্যসভা পরিচালনা করছেন কেন? নৈতিকতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

উল্লেখ্য, বুধবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বিরোধী শিবির চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে৷

Must read

প্রতিবেদন: যে চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে, সেই চেয়ারম্যান রাজ্যসভা পরিচালনা করছেন কোন মুখে, কোন যুক্তিতে? এই প্রশ্ন তুলে বুধবার সংসদে রীতিমতো সুর চড়ালেন তৃণমূল সহ বিরোধী শিবিরের সদস্যরা। তৃণমূলের ২ রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ এবং নাদিমুল হক এর নীতিগত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু কোনও উত্তর দিতে পারেনি শাসকপক্ষ। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দিয়েছে বিরোধী শিবির৷ মূল অভিযোগ, সংসদে শাসক শিবিরের হয়ে যেভাবে পক্ষপাতমূলক আচরণ করেছেন ধনকড়, তা গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশের পরে শাসক শিবির এখন প্রকৃত অর্থেই ব্যাকফুটে৷ এ ভাবে রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ঠিক করেনি বিরোধী শিবির, বুধবার বলার চেষ্টা করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু৷ তাঁর এই দাবি নস্যাৎ করে আরও একবার অনাস্থার পক্ষেই সুর চড়িয়েছেন বিরোধী শিবিরের সাংসদরা৷ এই প্রসঙ্গে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আরও একবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক৷ তাঁর দাবি, এটা কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়াই নয়৷ আমাদের লড়াই হল দেশের গণতন্ত্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংসদকে রক্ষার লক্ষ্যে৷

আরও পড়ুন-দিল্লিতে বসে জ্ঞান বিতরণ নয়, মাঠে নেমে কাজ করেছেন তৃণমূল সাংসদরা

উল্লেখ্য, বুধবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বিরোধী শিবির চেয়ারম্যান জগদীপ ধনকড়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ে৷ দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রাজ্যসভার চেয়ারম্যানকে নিশানা করেন বিরোধী শিবিরের রাজ্যসভার সাংসদরা৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ নাদিমুল হক ও সাগরিকা ঘোষ৷ রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, ধনকড়ের পক্ষপাতিত্ব সীমাহীন হয়ে উঠেছে, তাই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ছাড়া বিরোধী শিবিরের কাছে অন্য কোনও বিকল্প রাস্তা ছিল না৷

Latest article