চার সপ্তাহের সুপ্রিম হুলিয়া জারি কেন্দ্রকে, কাশ্মীর কেন রাজ্য নয়?

Must read

প্রতিবেদন : কেন্দ্রের গড়িমসি আর মানবে না সুপ্রিম কোর্ট। জম্মু ও কাশ্মীরের (Kashmir) পূর্ণরাজ্যের মর্যাদা ফেরাতে হবে অবিলম্বে। কেন্দ্রকে চার সপ্তাহের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মোদি সরকার এখনও কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেই আটকে রয়েছে।
২০১৯ সালের ৫ অগাস্ট কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করার পাশাপাশি উপত্যকার পূর্ণরাজ্যের মর্যাদাও কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর (Kashmir) এবং লাদাখকে নিয়ে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। কিন্তু তারপর থেকে পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানো হয়নি। তা নিয়ে ক্ষুব্ধ রাজ্য। ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপত্যকায় গিয়ে ভাঁওতা দিয়ে এসেছিলেন। কাশ্মীরের পূর্ণরাজ্য আজও ফেরেনি। কোনও পদক্ষেপই করেনি কেন্দ্র।
পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। ২০২৩ সালে কেন্দ্রকে সময়সীমাও বেঁধে দেয় শীর্ষ আদালত। কেন্দ্র আজও সেটাই জানাতে পারেনি, এবার শীর্ষ আদালত মোদি সরকারকে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল।

আরও পড়ুন- নৈহাটির বড়মার মন্দিরে যাবেন অভিষেক, মুখ্যমন্ত্রীকে কালীমূর্তি পাঠাবে কর্তৃপক্ষ

Latest article