নয়াদিল্লি: ন্যূনতম বেতন থেকে শ্রমিকদের ক্রমাগত বঞ্চিত করে চলেছে মোদি সরকার। ২০১৭ সালের ১ অগাস্টের পর থেকে বাড়ানোই হয়নি ফ্লোর মিনিমাম ওয়েজেস। ফলে সুষ্ঠুভাবে বেঁচে থাকাই প্রায় অসম্ভব হয়ে পড়েছে দেশের শ্রমিক শ্রেণির পক্ষে। বৃহস্পতিবার সংসদের শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে রীতিমতো চাঁচাছোলা ভাষায় এই অভিযোগ তুললেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ফ্লোর মিনিমাম ওয়েজ নিয়ে ঋতব্রতর প্রশ্নবাণে এদিন বেশ অস্বস্তিতে পড়ে যায় কেন্দ্র। তৃণমূলের যুক্তি, শ্রমিকদের বেতন নিয়মিতভাবে বৃদ্ধির রীতি থাকলেও বিজেপি জমানায় ২০১৭ সালের ২১ অগাস্টের পরে তা থমকে দাঁড়ায়। ফলে শ্রমিকদের ন্যুনতম বেতন এখনও দিনে ১৭৮ টাকাতেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ, মাসে ২৬ দিন কাজ করলে সবমিলিয়ে শ্রমিকদের রোজগারের অঙ্কটা দাঁড়ায় ৪৬২৮ টাকা। ঋতব্রতর প্রশ্ন তোলেন, এই সামান্য টাকায় কি সম্ভব দিন গুজরান? তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূলের (TMC) প্রশ্নের কোনও সদুত্তর তো দিতে পারেইনি সরকারপক্ষ, বরং তাদের যুক্তি মেনে নেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও। প্রকাশ করেন বিস্ময়ও। কেন্দ্রের সাফাই, লেবার কোড অর্থাৎ এ বিষয়ে সুনির্দিষ্ট বিধি চালু হলেই সমাধান হবে সমস্যার। কিন্তু তৃণমূলের প্রশ্ন, লেবার কোড বাস্তবায়িত হওয়ার প্রশ্ন উঠছে কীভাবে? অন্যান্য শ্রমিক সংগঠন তো বটেই, প্রস্তাবিত লেবার কোডের বিরোধীতা করেছে বিজেপির শ্রমিক সংগঠনও। কোন কোন শ্রমিক সংগঠন একে সমর্থন জানিয়েছে, কেন্দ্রের কাছে তার তালিকা দাবি করেছে তৃণমূল।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…