হাইকোর্টে ফের ধাক্কা কেন্দ্রের এখনও কেন আটকে ১০০ দিনের টাকা!

Must read

প্রতিবেদন : ফের আদালতে জোর ধাক্কা খেল কেন্দ্রের নির্লজ্জ বিজেপি সরকার! ১০০ দিনের কাজে (100 days work) বাংলার মানুষের যে প্রাপ্য টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখে প্রতিহিংসামূলক রাজনীতি করছে কেন্দ্র, সেই বকেয়া টাকা নিয়ে মোদি সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহ অর্থাৎ একমাসের মধ্যে এই হলফনামা আদালতে পেশ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। একইসঙ্গে শুক্রবার এই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রের বিজেপি সরকারকে দ্রুত বাংলায় ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের পাশাপাশি এবার হাইকোর্টেও বিজেপির এই মুখ থুবড়ে পড়াকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের সাফ বক্তব্য, মনরেগা নিয়ে নির্লজ্জ বিজেপি ভোটেও হারে, কোর্টেও হারে!

আরও পড়ুন-৮ সপ্তাহের মধ্যে পথকুকুরদের সরানোর সুপ্রিম-নির্দেশ, নজর সড়ক-হাইওয়ের গবাদি পশুর দিকেও

কলকাতা হাইকোর্ট ১০০ দিনের বকেয়া মিটিয়ে কেন্দ্রকে গত আগস্ট মাস থেকেই বাংলায় কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। কিন্তু টাকা দেওয়া তো দূরস্থ্, উল্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালত কেন্দ্রের মামলা খারিজ করে দেয়। শুক্রবার কলকাতা হাইকোর্টেও এই মামলার শুনানিতে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে বলেছে ডিভিশন বেঞ্চ। কেন টাকা আটকে রাখা হয়েছে সেই নিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রের রিপোর্ট চায় হাইকোর্ট। এই নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে মন্ত্রী ব্রাত্য বসু ও ডাঃ শশী পাঁজা বলেন, বিজেপি ভোটেও হারে, কোর্টেও হারে! আর কত থাপ্পড় খাবে এই নির্লজ্জ বিজেপি? ১০০ দিনের কাজের টাকা আটকে বাংলার সাধারণ মানুষকে বঞ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে! তার পরও গা-জোয়ারি চালিয়ে যাচ্ছে বিজেপি। আর কত? প্রসঙ্গত, ভোটের ময়দানে পেরে উঠতে না পেরে প্রতিমুহূর্তে বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে চলেছে কেন্দ্র সরকার। তার মধ্যে ১০০ দিনের কাজের (100 days work) লক্ষ-কোটি টাকা আটকে বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করেছে মোদি সরকার। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনাকে চ্যালেঞ্জ করে বাংলার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল সরকার।

Latest article