ট্রাম্পের দাবি নিয়ে কেন্দ্র নীরব কেন?

প্রসঙ্গত, এর আগে রাফালের তরফ থেকে সত্য প্রকাশ করে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের একটি রাফাল ধ্বংস হয়েছিল।

Must read

প্রতিবেদন: আন্তর্জাতিক কূটনীতিতে কৃতিত্ব লাভের লক্ষ্যে বিভিন্ন দেশের মধ্যে চলমান সংঘাত থামানোর দাবি করা মার্কিন প্রেসিডেন্টের অভ্যাসে পরিণত হয়েছে। একইভাবে পহেলগাঁও কাণ্ডের পর থেকে নিয়ম করে ভারত-পাকিস্তান ‍‘যুদ্ধ’ থামানোর দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ঘরোয়াভাবে সেই দাবি খারিজ করলেও মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচারের বিরুদ্ধে জোরালোভাবে কিছুই বলতে শোনা যাচ্ছে না মোদি সরকারকে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এবার একধাপ এগিয়ে দাবি করেছেন পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে ৫টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। যদিও কোন দেশের যুদ্ধবিমান তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট, তবে তারপরেও আগ বাড়িয়ে তাঁর নানা মন্তব্য পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এবার ট্রাম্পের দাবি ও ভারত সরকারের নীরবতাকে কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। ভারতীয় নাগরিকদের করের টাকায় কেনা যুদ্ধবিমান ধ্বংস নিয়ে রটনার অবসান কবে হবে, প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। সংসদের অধিবেশনে পহেলগাঁও হামলা ও তার পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের প্রকৃত অবস্থা কী তা প্রকাশের দাবি জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন-বিজেপির অত্যাচারের জবাব দেবে বাংলা

প্রসঙ্গত, এর আগে রাফালের তরফ থেকে সত্য প্রকাশ করে জানানো হয়েছিল যান্ত্রিক ত্রুটির জন্য ভারতের একটি রাফাল ধ্বংস হয়েছিল। সিডিএস অনিল চৌহানও তা স্বীকার করেন। তবে এই একটি বিমান ধ্বংস ছাড়া ভারত- পাক দ্বন্দ্বের পরিস্থিতিতে আর কোনও ভারতীয় ক্ষতির কথা প্রকাশ্যে আসেনি। এরই মধ্যে এবার বড় দাবি ডোনাল্ড ট্রাম্পের। এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের দাবি, এই নিয়ে ২৪ বার ট্রাম্প দাবি করলেন যে ভারত-পাক যুদ্ধ তিনি থামিয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে তিনি ৫ যুদ্ধবিমান ভূপতিত হওয়ার দাবি তুললেন। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবার মুখ খুলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে শুধুমাত্র বিজেপি ও প্রধানমন্ত্রীর জবাব দাবি করেই নীরব নয় বাংলার শাসক দল। লোকসভার সাংসদ মহুয়া মৈত্র প্রশ্ন তোলেন, করদাতাদের টাকা দিয়ে ২৫০ মিলিয়ন ডলার দিয়ে এক-একটি রাফাল কেনা হয়েছে। আমরা জেনেছি অন্তত একটি রাফাল গুলি করে নামানো হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, অন্তত ৫টি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। তবে কি এখনও ভারতীয়রা সিঁদুর-এর সারমর্ম দিয়ে একটি পোস্ট দাবি করতে পারেন না?

Latest article