সংসদীয় স্থায়ী কমিটি তৈরি হল না কেন? মোদিকে তোপ ডেরেকের

এই ভাবেই সংসদকে একটি গভীর অন্ধকার কুঠুরিতে পরিণত করছে মোদি সরকার, অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷

Must read

প্রতিবেদন: এবার তৃতীয় মোদি সরকারের কার্যকালে লোকসভা গঠন হওয়ার পরে ১০০ দিনের বেশি অতিক্রান্ত হয়ে গেছে৷ তারপরেও গঠিত হয়নি সংসদীয় স্থায়ী কমিটি৷ কেন সংসদীয় রীতি মেনে কেন্দ্রীয় সরকার গঠন করছে না সংসদীয় স্থায়ী কমিটি? আরও একবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷ রবিবার এক্স হ্যান্ডলের মাধ্যমে ডেরেক দাবি করেন, পঞ্চদশ লোকসভায় ১০টির মধ্যে অন্তত ৭টি বিল পাঠানো হত সংসদীয় কমিটির কাছে, পর্যালোচনার জন্য৷ গত লোকসভায় ১০টির মধ্যে মাত্র দুটি বিল পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য, পরিসংখ্যান তুলে ধরেছেন ডেরেক৷ এই ভাবেই সংসদকে একটি গভীর অন্ধকার কুঠুরিতে পরিণত করছে মোদি সরকার, অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান৷

আরও পড়ুন-বাম আমলের ঘুঘুর বাসা ভাঙে তৃণমূল সরকারই

উল্লেখ্য, আগস্টের ২৭ তারিখে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান একটি চিঠি লিখেছিলেন রাজ্যসভার নেতা, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডাকে৷ কেন জুনে মোদি সরকার গঠনের পরে তিন মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্ত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়নি ? নাড্ডার সামনে প্রশ্ন তুলেছিলেন ডেরেক ও ব্রায়ান৷ এর পরেও মোদি সরকার তৃণমূল কংগ্রেসের সংসদীয় নেতাদের ডেকে পাঠিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ নিয়ে আলোচনার সৌজন্য দেখায়নি৷ সংসদীয় স্থায়ী কমিটি গঠনে মোদি সরকারের টালবাহানাকে হাতিয়ার করেই আরও একবার সরকারকে বিঁধেছেন ডেরেক ও ব্রায়ান৷ মোদি সরকারের আমলে যাবতীয় সংসদীয় রীতি নীতিকে জলাঞ্জলি দিয়ে সংসদকে গভীর কালো অন্ধকারাচ্ছন্ন কুঠুরিতে পরিণত করা হয়েছে¸ অভিযোগ করেছেন ডেরেক৷

Latest article