প্রতিবেদন : রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন আনা হল ওয়াকফ (WAQF) সংশোধনী বিল? কেন তাঁদের সঙ্গে আলোচনা করা হল না? প্রশ্ন তুলে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। ধর্ম যার যার উৎসব সবার। আজ যারা হঠাৎ করে রং পাল্টেছেন, গতকাল এক কথা বলতেন, আজ এক কথা বলছেন। সবটাই মিস লিডিং, ডেস্ট্রর্টিং। বলছেন, যেখানেই হাত দেবেন সেটাই নাকি ওয়াকফ (WAQF)। এটা নাকি আমাদের সাংসদ বলেছেন। এত বড় বাজে কথা কীভাবে বলছেন? সুর চড়িয়ে তিনি আরও বলেন, বাজেট ফেব্রুয়ারিতে। তার আগে এই বিল নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলবেন না? আর সময় কোথায়? রাজ্যের সঙ্গে কথা বলবেন না? আমরা একটা বিজ্ঞাপন দেখে অবজেকশন পাঠিয়েছিলাম। জানি না সেটা নিয়েছে কিনা। এই নিয়ে যে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি হয়েছে তা আমাদেরই আন্দোলনের ফল। এটা না হলে তো কোনও আলোচনাই হত না। এই কমিটির কলকাতায় আসার কথা ছিল।
আরও পড়ুন- জলের লাইনে বেনিয়ম বরদাস্ত নয় : মুখ্যমন্ত্রী
কিন্তু তাঁদের সফরগুলি বাতিল হয়ে গিয়েছে। কলকাতাকে এত ভয় কেন, প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, এখানে এলে আপনাদের কেউ কিছু বলতে পারত, কিন্তু তাঁরা এলেন না। নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। তিনি বলেন, আমরা কারও ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না। সাধুবাদ জানাই বেলুড় মঠকে। ওখানে দেখেছি একটা দরগা রয়েছে। মহারাজ বললেন ওটা প্রথম থেকেই আছে। তাদের দেখে মনে হচ্ছিল হিন্দু ধর্ম অনেক বড় আমরা হিন্দু-মুসলমানে ভাগাভাগি করি না। বালাজি ট্রাস্ট বা বেলুড় মঠে হস্তক্ষেপ করতে পারবেন? খ্রিস্টানদের সম্পত্তি দখল করতে পারবেন? শিখদের পারবেন? সংখ্যালঘুদের উপর রাগ কেন আপনাদের?
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…