কেন্দ্রের বাজেটে বাংলাদেশের জন্য অর্থবরাদ্দ কেন?

Must read

প্রতিবেদন: জামায়েতের মদতে বাংলাদেশের তীব্র ভারত-বিরোধিতা সত্ত্বেও এবারের কেন্দ্রের বাজেটে (Budget 2025) কেন সেদেশের জন্য অনুদান মঞ্জুর করা হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যান্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা কম অঙ্কের হলেও এবারেও বাংলাদেশের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে ১২০ কোটি টাকা। গত আর্থিক বছরে অঙ্কটা ছিল একই, ১২০ কোটিই। তখন কিন্তু বাংলাদেশে ছিল নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই। স্বাভাবিকভাবেই এই বাজেট-বরাদ্দ (Budget 2025) নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি গত আর্থিক বছরে। কিন্তু গণ-আন্দোলনের নামে ৫ অগাস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগে বাধ্য করার পরে আমূল বদলে গিয়েছে সেখানকার পরিস্থিতি। ইউনুসের অন্তর্বর্তী সরকারের জমানায় শুরু হয় মৌলবাদের তাণ্ডব এবং সেইসঙ্গে ভারতবিরোধী তৎপরতা। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপরে শুরু হয় লাগাতার নির্যাতন। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়েও বাধার মুখে পড়েন বিএসএফ জওয়ানরা। বিজিবির উসকানিতে ওপার থেকে হামলাও হয় সীমান্তরক্ষীদের উপরে। কিন্তু এর পরেও কেন বাংলাদেশের জন্য টাকা মঞ্জুর করল নরেন্দ্র মোদির সরকার, রহস্যটা সেখানেই।

আরও পড়ুন- বিএনপি নেতাকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারল সেনা

Latest article