বিমান ভাড়ায় বৈষম্য কেন? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তাঁর কথায়, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। বিহারে নির্বাচন আছে বলে ছটপুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। তাতে আমি খুশি।

Must read

প্রতিবেদন : বিহারে আসন্ন নির্বাচনে ফায়দা তুলতে ছটপুজো উপলক্ষে বিপুল ছাড় বিমানের ভাড়ায়। অথচ উত্তরবঙ্গের প্রবল দুর্যোগের সময় পর্যটকদের বেকায়দায় ফেলতে সুযোগ বুঝেই আকাশ ছুঁয়েছে বিমানভাড়া। বাগডোগরা থেকে কলকাতা আসতে খসছে ১৮-২০ হাজার টাকা! বিমানের ভাড়ায় এমন বৈষম্য কেন? বুধবার বন্যা-বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেই এই বিষয়ে কেন্দ্রের অসামরিক বিমানমন্ত্রককে কাঠগড়ায় তুলে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-জন্মদিন নিয়েও রাজনীতি বিজেপির, পাল্টা কুণালের

তাঁর কথায়, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। বিহারে নির্বাচন আছে বলে ছটপুজোয় বিমান ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। তাতে আমি খুশি। কিন্তু একটা এতবড় দুর্যোগের পরও বাগডোগরা থেকে কলকাতার বিমান ভাড়া ১৮ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আর যাঁরা দিল্লি হয়ে ঘুরে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে প্রায় ৪২ থেকে ৪৫ হাজার টাকা বিমান ভাড়া লাগছে। কেন এমন বৈষম্য? তাই উত্তরের দুর্যোগে আটকে পড়া পর্যটকদের বাসে করে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর সংযোজন, পর্যটকদের আমরা ভলভো বাসে করে ফিরিয়ে এনেছি। মোটামুটি ৪৫টা ভলভো বাসের ব্যবস্থা করে প্রায় একহাজার পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। সবাই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছেন।

Latest article