বঙ্গ

কেন বাদ বাংলার নেতাজি ট্যাবলো ? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ গোটা পশ্চিমবঙ্গ(West bengal)। এই ঘটনাতেই এবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদিকে উদ্দেশ্য করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বাংলা দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভুমিকা নিয়েছিল। তাই কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলা মানুষে ব্যথিত হয়েছেন।’ বাংলাকে বঞ্চনার এই ঘটনায় কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন – জমি ফেরানোর দাবি তৃণমূলের

এদিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কোনও কারণ না দেখিয়েই কেন্দ্র ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে বাংলার আপামর জনগণ মর্মাহত’। পাশাপাশি চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘ভারতের স্বাধীনতায় বাংলার অবদান অনস্বীকার্য। বাংলার স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য সামনে থেকে লড়াই করেছেন। তাই তাঁদের ট্যাবলো বাদ দেওয়া হলে সেটা স্বাধীনতা সংগ্রামীদের কাছে অত্যন্ত অসম্মানজনক হবে।’ দেশের স্বাধীনতায় নেতাজি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, রমেশচন্দ্র দত্তের অবদানও চিঠিতে উল্লেখ করেছেন মমতা।

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ তম বর্ষ উপলক্ষ্যে চলতি বছরে সাধারণতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী এক সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেহেতু এই সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের ট্যাবলো পাঠানোর অনুমতি চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, বাংলার থিমের নাম দেওয়া হয়েছিল ‘নেতাজি ও আজাদহিন্দ বাহিনী’। কিন্তু তা সরাসরি খারিজ করে দেওয়া হয় কেন্দ্রের তরফে। সেই ঘটনাতেই এবার ক্ষুব্ধ প্রধানমন্ত্রী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত, গত বছরও রাজ্যের কন্যাশ্রী ও একাধিক সামাজিক প্রকল্প-সহ ট্যাবলো বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

16 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

40 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

44 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

53 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

58 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago