নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : বারবার বিক্ষোভ দেখিয়ে কোনও কাজ না হওয়ায় অবশেষে শূন্যপদ পূরণের দাবিতে কর্মিবর্গ মন্ত্রককে চিঠি পাঠাল সরকারি কর্মচারীদের সংগঠন। ২০১৩ সালের পর থেকে কেন্দ্রীয় সচিবালয়ের কর্মচারিদের পদোন্নতি দেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় সচিবালয়ের সেকশন অফিসারদের ৪৫ শতাংশ শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। অবিলম্বে এই শূন্যপদগুলি পূরণ করার দাবিতে কর্মিবর্গ মন্ত্রককে চিঠি দিয়েছে কর্মচারী সংগঠন।
আরও পড়ুন-পথকুকুর নিয়ে বম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
গত ২২ অক্টোবর রোজগার মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে সরকারি দফতরগুলিতে ১০ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। বাস্তব চিত্রের সঙ্গে প্রধানমন্ত্রীর এই ঘোষণার কোনও মিল নেই বলেই অভিযোগ। কেন্দ্রীয় সচিবালয়ের কর্মচারীদের সংগঠনের তরফে চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেকশন অফিসার পদে অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৩ হাজার ৬০০। তার মধ্যে ফাঁকা পড়ে রয়েছে ৪৫ শতাংশ। সংগঠনের যুক্তি, নিয়ম থাকা সত্ত্বেও নিয়োগ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-আফতাবের ৫ দিনের হেফাজত, বহু প্রশ্নের উত্তর অধরা, জলের বিল দেখেই তাজ্জব পুলিশ
আদালতে মামলা চলার কারণ দেখিয়ে এখনও পর্যন্ত পদোন্নতি মঞ্জুর করেনি কর্মিবর্গ মন্ত্রক। যদিও মন্ত্রকেরই নিয়ম অনুযায়ী, চাকরির কোনও বিষয় আদালতে বিচারাধীন থাকলেও সরকারের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পদোন্নতি দেওয়া যায়। এই নিয়ম তুলে ধরে অবিলম্বে শূন্যপদ পূরণের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।