লাখিমপুর নিয়ে নীরব কেন মোদি, উঠছে প্রশ্ন

Must read

প্রতিবেদন : দু’দিন আগে উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা নিয়ে গোটা দেশ কার্যত উত্তাল। রাজনৈতিক মহল-সহ নেটিজেনরা ওই ঘটনায় বিজেপির সমালোচনায় সরব হয়েছে। ঘটনার পর দু’দিন কেটে গেল, এই নৃশংস ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে এবার সরব হল বিজেপির একসময়ের জোটসঙ্গী শিবসেনা।

মঙ্গলবার শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, লখিমপুর খেরির ঘটনা নিয়ে মোদি কেন এখনও চুপ করে আছেন? রবিবার লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে চারজন কৃষক। এত বড় একটা ঘটনার পরেও প্রধানমন্ত্রীকে কোনও বিবৃতি দিতে বা মন্তব্য করতে দেখা যায়নি।

আরও পড়ুন : প্রশ্নের মুখে মোদির কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতি

এবিষয়টিই দলের মুখপত্রে টেনে এনেছে শিবসেনা। শিবসেনার পক্ষ থেকে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে কোনও বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে ভালবাসেন। তাঁকে সবাই আবেগপ্রবণ বলেই চেনে। তিনি যে কোনও ইস্যুতে বা বড় ধরনের কোনও ঘটনা ঘটলেই প্রকাশ্যেই চোখের জল ফেলে থাকেন।

কিন্তু লখিমপুর খেরিতে এত বড় একটা নৃশংস ঘটনার পরেও কেন তিনি একটি কথাও বলছেন না? আর কতজন কৃষকের প্রাণ গেলে তবে মোদি মুখ খুলবেন? তবে মোদি মুখ না খুললেও বিজেপির চরিত্র আজ গোটা দেশের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। ২০২৪-এর নির্বাচনে বিজেপি এর উপযুক্ত জবাব পাবে।

Latest article