কেন কমল মাধ্যমিক পরীক্ষার্থী? সোমবার ফের বৈঠক হবে নবান্নে

Must read

প্রতিবেদন : কেন মাধ্যমিক পরীক্ষার্থীর (Secondary candidates) সংখ্যা কমছে? তা নিয়ে যথেষ্ট উদ্বেগে শিক্ষা দফতর ও মাধ্যমিক শিক্ষা পর্ষদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) ইতিমধ্যেই পর্ষদকে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি বলেছেন, অতিমারির জন্য মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তথ্য বলছে, একধাক্কায় প্রায় চার লাখ পরীক্ষার্থী (Secondary candidates) কমে গিয়েছে। কেন এরকম ঘটনা ঘটল? শিক্ষা দফতরের নির্দেশে যেসব স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। গত কয়েক বছরে ওইসব স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তারও হিসাব চাওয়া হয়েছে। ওইসব স্কুলে জেলা স্কুল দফতরের আধিকারিকরা গিয়ে তথ্য সংগ্রহ করবেন। ইতিমধ্যেই গত শুক্রবার নবান্নে (Nabanna) পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের আধিকারিকদের একটি বৈঠকও হয়েছে। আরও তথ্য সংগ্রহ করে আগামী সোমবার ফের নবান্নে বৈঠক ডাকা হয়েছে। থাকবেন পর্ষদ কর্তারা।

আরও পড়ুন-বাতিল করা হল ৩৬ জোড়া লোকাল

Latest article