এত বিশ্রাম কেন কোচের : শাস্ত্রী

দু’বছর পর পরের টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ৩৫ বছর বয়সী রোহিত শর্মার খেলার সম্ভবনা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Must read

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : টিম ইন্ডিয়ার বর্তমান কোচকে কটাক্ষ প্রাক্তন কোচের! রাহুল দ্রাবিড়কে নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া নিয়ে বোমা ফাটালেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘‘কোচদের বিশ্রাম দেওয়া তত্ত্বে আমি বিশ্বাসী নই। কারণ কোচ হিসেবে আমি দলটাকে বুঝতে চাই। ক্রিকেটারদের বুঝতে চাই। নিয়ন্ত্রণও হাতে রাখতে চাই। আইপিএলের সময়ই তো ২-৩ মাস বিশ্রাম পেয়ে যাচ্ছে। একজন কোচের জন্য সেটাই যথেষ্ট। যে-ই কোচ হোক, আমার মনে হয় দলটা তার নিয়ন্ত্রণেই থাকা উচিত।’’

আরও পড়ুন-বাংলার নতুন রাজ্যপাল প্রাক্তন আইএএস সিভি আনন্দ বোস

এদিকে, দু’বছর পর পরের টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ৩৫ বছর বয়সী রোহিত শর্মার খেলার সম্ভবনা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এদিকে, গত আইপিএলের পর থেকে টি ২০ নেতৃত্বের দৌড়ে নাম ভেসে উঠেছে হার্দিক পান্ডিয়ার। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সিরিজে নেতৃত্ব দিয়ে ভারতকে ৩-০ ব্যবধানে জিতিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজেও তিনি অধিনায়ক। ফলে হার্দিককেই যে ভবিষ্যতের টি-২০ নেতা হিসেবে বোর্ড দেখছে, সেটা স্পষ্ট।

আরও পড়ুন-রবিবার সাড়ে ৭টায় বিশ্বকাপ উদ্বোধন আল বায়েত স্টেডিয়ামে

শাস্ত্রী বলছেন, ‘‘নতুন টি ২০ ক্যাপ্টেন বেছে নিলে কোনও ক্ষতি নেই। কারণ এখন গোটা বছর জুড়ে যে পরিমাণে ম্যাচ হচ্ছে, তাতে তিন ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া কঠিন মোটেই সহজ কাজ নয়।’’ তিনি আরও বলেন, ‘‘রোহিত ওয়ান ডে এবং টেস্ট দলের অধিনায়ক তো থাকছেই। তাই নতুন টি ২০ নেতার নাম ঘোষণা করে দেওয়া যেতেই পারে। আর যদি নামটা হার্দিক হয়, তাহলে তো কোনও কথাই নেই।’’

Latest article