এখনও ৩% রেফার কেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য পরিষেবায় কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। তাই প্রতি পদক্ষেপে পারফরম্যান্স রিভিউ করার পরামর্শ দিলেন তিনি।

Must read

প্রতিবেদন : স্বাস্থ্য পরিষেবায় কোনও খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। তাই প্রতি পদক্ষেপে পারফরম্যান্স রিভিউ করার পরামর্শ দিলেন তিনি। মঙ্গলবার নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দফতরের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেন রেফার হচ্ছে এখনও? স্বাস্থ্যসচিবের মুখে কথা টেনে মুখ্যমন্ত্রী জানান, ৩ শতাংশই বা হবে কেন?

আরও পড়ুন-কেন্দ্রের কৈফিয়ত চাইল সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গেই কেন্দ্রের তুলনা টেনে বলেন, কেন্দ্রীয় সরকার অনেককে তাড়িয়ে দেয়, আমরা কিন্তু তাড়াই না। ভুয়ো চিকিৎসা করেছে যারা, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে? একজন অপারেশন করে তিনটে হসপিটাল দেখিয়েছে। স্বাস্থ্য সচিব জানান, ইতিমধ্যেই শোকজ করার প্রসেস শুরু হয়েছে। কয়েকটা নার্সিংহোম বন্ধ হয়েছে, ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এরপর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও সুপার স্পেশালিটি হাসপাতালগুলোতে মনিটারিং হয় নাকি জানতে চান? মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেন রিপোর্ট দিতে। স্বাস্থ্যসচিব জানান পুরোটাই মনিটার করা হয়। ১৩ হাজার বেশি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। সবথেকে ছোট সুস্বাস্থ্য কেন্দ্রতেও প্রতিমাসে ৮৮১ জন ওপিডিতে যায় কম করে। প্রতিদিন প্রায় ৮৫ হাজারের বেশি মানুষ টেলি মেডিসিনের সুবিধে পায়। সন্দেশখালির স্বাস্থ্য পরিকঠামো উন্নয়নের কাজ দ্রুত করার নির্দেশ দেন তিনি। স্বাস্থ্যসচিব জানান, অপারেশন থিয়েটার-সহ সিজারের পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের মাঝখানে কো-সাব ডিভিশন করে দিলে মানুষের সুবিধা হতে পারে। তাহলে ওদিকের মানুষ স্বাস্থ্য-শিক্ষা-সহ সমস্ত সুবিধা পেতে পারে। ডিএম এবং দুজন এমএলএ-র সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাতে বলেন তিনি। পাথরপ্রতিমা ও গোসাবার মাঝখানেও এরকম কো-সাব ডিভিশন করার পরিকল্পনাও তিনি জানান।

Latest article