রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ জানালেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি৷
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দু সপ্তাহের মধ্যে আচার্যর ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷ কিন্তু তিনি মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন৷ শীর্ষ আদালতের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সব দিক খতিয়ে দেখে সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে উপাচার্যদের নাম বাছাই করে পাঠিয়েছেন রাজ্যপাল তথা আচার্যর কাছে৷ তারপরেও কেন এই ভাবে সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য, প্রশ্ন তোলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, উপাচার্য নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক আচার্যকে৷ তাঁর সওয়াল শুনে স্মিত হেসে বিচারপতি সূর্যকান্তর কটাক্ষ, কারও কারও কাজ করার ধরণ এমন হয়ে থাকে৷
আরও পড়ুন- ব্যর্থ মোদি, উজ্জ্বলা যোজনায় সংযোগ নিয়েও ৩০ শতাংশ গ্যাসের খরচে বিমুখ
সুপ্রিম শুনানিতে রাজ্যপাল তথা আচার্যর আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানান, ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে৷ দু এক দিনের মধ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যর নাম চূড়ান্ত করে জানানো হবে রাজ্য সরকারকে৷ এই প্রসঙ্গেই শীর্ষ আদালতের থেকে তিন সপ্তাহ অতিরিক্ত সময় প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল৷ তাঁর অনুরোধ, এই সময় পেলে বাকি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলবেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ শীর্ষ আদালত এই আর্জিতে সম্মতি প্রদান করেছে৷ বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে আগামী ৮ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷
এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্তর এজলাসে সওয়াল করতে গিয়ে জনৈক আইনজীবী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন৷ তাঁর সওয়ালকে খারিজ করে বিচারপতি সূর্যকান্ত কটাক্ষ করে বলেন, কোনও ব্যক্তির পরিবর্তে ভগবানকেও যদি দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তাহলেও আপনারা আপত্তি জানাবেন৷