উপাচার্য নিয়োগ নিয়ে কেন সময় নষ্ট, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাজ্যপাল

Must read

রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে অহেতুক সময় নষ্ট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অভিযোগ জানালেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি৷

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দু সপ্তাহের মধ্যে আচার্যর ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কথা ছিল৷ কিন্তু তিনি মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন৷ শীর্ষ আদালতের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সব দিক খতিয়ে দেখে সম্ভাব্য উপাচার্যদের নামের তালিকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে৷ মুখ্যমন্ত্রী সেই তালিকা থেকে উপাচার্যদের নাম বাছাই করে পাঠিয়েছেন রাজ্যপাল তথা আচার্যর কাছে৷ তারপরেও কেন এই ভাবে সময় নষ্ট করছেন রাজ্যপাল তথা আচার্য, প্রশ্ন তোলেন রাজ্য সরকারের হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, উপাচার্য নিয়োগের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক আচার্যকে৷ তাঁর সওয়াল শুনে স্মিত হেসে বিচারপতি সূর্যকান্তর কটাক্ষ, কারও কারও কাজ করার ধরণ এমন হয়ে থাকে৷

আরও পড়ুন- ব্যর্থ মোদি, উজ্জ্বলা যোজনায় সংযোগ নিয়েও ৩০ শতাংশ গ্যাসের খরচে বিমুখ

সুপ্রিম শুনানিতে রাজ্যপাল তথা আচার্যর আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি জানান, ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছে৷ দু এক দিনের মধ্যে আরও ৫টি বিশ্ববিদ্যালয়ের আচার্যর নাম চূড়ান্ত করে জানানো হবে রাজ্য সরকারকে৷ এই প্রসঙ্গেই শীর্ষ আদালতের থেকে তিন সপ্তাহ অতিরিক্ত সময় প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল৷ তাঁর অনুরোধ, এই সময় পেলে বাকি বিশ্ববিদ্যালয় গুলির উপাচার্য নিয়োগের কাজ সম্পন্ন করে ফেলবেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ শীর্ষ আদালত এই আর্জিতে সম্মতি প্রদান করেছে৷ বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানানো হয়েছে আগামী ৮ জানুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি৷

এদিনের শুনানিতে বিচারপতি সূর্যকান্তর এজলাসে সওয়াল করতে গিয়ে জনৈক আইনজীবী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন৷ তাঁর সওয়ালকে খারিজ করে বিচারপতি সূর্যকান্ত কটাক্ষ করে বলেন, কোনও ব্যক্তির পরিবর্তে ভগবানকেও যদি দায়িত্ব দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, তাহলেও আপনারা আপত্তি জানাবেন৷

Latest article