প্রতিবেদন: পহেলগাঁওয়ের (Pahalgam Attack) জঙ্গি হামলার গোটা ঘটনাটিকে বিজেপি কেন হিন্দু-মুসলিম সংঘাত বলে তুলে ধরতে চাইছে? সরাসরি প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকে যোগ দিয়ে এই প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন পহেলগাঁওয়ের মতো বিখ্যাত পর্যটন স্থলে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না, সেই বিষয় নিয়েও৷ এর পাশাপাশি এদিনের বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত পহেলগাঁওয়ের (Pahalgam Attack) ঘটনা নিয়ে সব দলের সুপ্রিমোদের সঙ্গে একটি বৈঠক করা৷ এই প্রসঙ্গেই বিজেপির প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, অন্যান্য দলের তুলনায় কেন্দ্রের শাসক দলের আরও বেশি দায়িত্ববান হওয়া প্রয়োজন, তাদের সেটা হতেই হবে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সরকারের পাশেই থাকছে তৃণমূল কংগ্রেস, এদিন বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট করে দেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের তরফে এদিন প্রশ্ন তোলা হয়েছে সর্বদল বৈঠকের পটভূমিকা নিয়ে৷ কেন দেশের সব রাজনৈতিক দলের সুপ্রিমোদের নিয়ে এই বৈঠক ডাকা হল না, কেন এই বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বৃহষ্পতিবার প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন৷ এই প্রসঙ্গেই তাঁর প্রশ্ন, এরা কি অল পার্টি বৈঠক ডেকেছে? নাকি সব সংসদীয় দলের বৈঠক ডেকেছে? এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক দলের সভাপতি এবং সুপ্রিমোদের ডাকা প্রয়োজন ছিল৷ তা করা হয়নি৷ এটা আসলে সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে৷ একই বক্তব্য তৃণমূল কংগ্রসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এই সর্বদল বৈঠকে উপস্থিত থাকলেন না কেন? ডেরেকের বক্তব্য, তৃণমূল সুপ্রিমো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে উপস্থিত থাকতেন- তাহলে তো ভালো হত৷ এদিনের সর্বদল বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, সরকারের পাশেই দাঁড়াচ্ছেন তাঁরা৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক, তাকে সমর্থন করা হবে, জানানো হয়েছে বিরোধীদের তরফে৷ শুক্রবার অনন্তনাগ গিয়ে হাসপাতালে চিকিত্সাধীন জঙ্গি হামলায় আহতদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি, জানান রাহুল গান্ধী৷
আরও পড়ুন-ভোটে ফয়দা লুঠতে এবার বিহারেও মোদির মেরুকরণের রাজনীতি