বিরোধী নেতার বিরুদ্ধে কেন মামলা হবে না ?

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষকে যাঁরা হিন্দু-মুসলমান-খ্রিস্টানের নামে ভাগ করছেন তারা দেশের সংবিধান বিরোধী।

Must read

প্রতিবেদন: শুভেন্দু অধিকারীরা বিজেপি ও হিন্দুত্বের নামে কলঙ্ক। এরা শুধুমাত্র ভোটের জন্য হিন্দুত্বকে ব্যবহার করে, মানুষের জন্য নয়। এই ভাষাতেই বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষকে যাঁরা হিন্দু-মুসলমান-খ্রিস্টানের নামে ভাগ করছেন তারা দেশের সংবিধান বিরোধী। শুভেন্দু অধিকারীকে মহামান্য আদালতে যারা রক্ষাকবচ দিচ্ছেন, তারা এবার এই নিয়ে কেন স্বতঃপ্রণোদিত মামলা করছেন না?

আরও পড়ুন-দিদির সুরক্ষা কবচে আপ্লুত পাঁশকুড়া

‘মুসলিম ভোট’ বলে যে মন্তব্য করা হয়েছে এটা কোন ধরনের ভাষা, প্রশ্ন তোলেন কুণাল। তিনি বলেন, আমরা কি এই জন্য রাজনীতি করতে এসেছি? শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্ররোচনা দিচ্ছেন। এখন তাহলে আদালত কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? প্রশ্ন তৃণমূল মুখপাত্রের। কুণাল অভিযোগ করেন, বিরোধী দলনেতা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করছেন। এতে মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হতে পারে, ছড়াতে পারে হিংসাও। তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আদালতের। শুভেন্দু অধিকারীর ‘ভেজাল হিন্দু’ মন্তব্য নিয়ে তোপ দাগেন তিনি।

আরও পড়ুন-মতুয়াদের নিয়ে বিজেপির ঘৃণ্য রাজনীতি

কুণাল বলেন, আমি বিচারপতি রাজাশেখর মান্থাকে অনুরোধ করব, আপনি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিন। এগুলো হেট স্পিচের মধ্যে পড়ে। আপনি দোষ হিসাবে বিবেচনা করে ব্যবস্থা নিন। তিনি আরও বলেন, নন্দীগ্রামে প্রকাশ্যে বিরোধী দলনেতা যে ভাবে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় এর জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যারা শুভেন্দুকে রক্ষাকবচ দিচ্ছেন তারা কাকে রক্ষা করছেন? সমাজের ঐক্য সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব তাদের।

Latest article