কেন ইডি-সিবিআই তদন্ত করবে না, প্রশ্ন তৃণমূলের

বিজেপি নেতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ দলের অন্দরে

Must read

প্রতিবেদন : বিজেপির অন্দরেই বিজেপি নেতার বিরুদ্ধে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ উঠল। আর এই ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির শীর্ষ নেতাদের চিঠি (ই-মেইল) দিয়েছেন আর এক বিজেপি নেতা। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য বিজেপির অন্দরে গুরুত্বপূর্ণ পদাধিকারী প্রভাবশালী এক নেতা। শনিবার এই বিস্ফোরক খবর প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রীতিমতো সেই বিজেপি নেতার বিরুদ্ধে লেখা অভিযোগপত্র দেখিয়ে এই দুর্নীতির পর্দা ফাঁস করেছেন। এই দুর্নীতির কথা জানিয়ে অভিযোগ জানানো হয়েছে বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাধারণ সম্পাদক (অর্গানাইজেশন) এবং সুনীল বনশলকে। রাজ্য বিজেপি নেতার বিরুদ্ধে লেখা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে ২০২৫ মাত্র দু’বছরের অল্প সময়ের মধ্যে বিজেপির এই গুরুত্বপূর্ণ নেতা ও পদাধিকারী কার্যত দলকে বিক্রি করে, পদের অপব্যবহার করে পদ দেওয়ার নাম করে এবং টিকিট দেওয়ার নাম করে ব্যাপক দুর্নীতি করেছেন। বিভিন্ন লোকের থেকে যে সম্পত্তি আদায় করেছেন সেসব তিনি তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে রেখেছেন। কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, যে বিজেপি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এই দুর্নীতি-সেই দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলে সেই বিজেপির গুরুত্বপূর্ণ নেতা দলকে বিক্রি করে দিয়ে ব্যাপক দুর্নীতি করছে, এবার কোন মুখে কথা বলবে বিজেপি! কেন এই নেতার বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্ত করবে না। তাঁর সংযোজন, কেন্দ্রীয় এজেন্সি কী করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু দলের তরফে ইডি-সিবিআইয়ের কাছে এই অভিযোগপত্র জমা দেওয়া হবে। এর পাশাপাশি অবিলম্বে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং সিআইডির কাছেও এই অভিযোগপত্র জমা দিয়ে তদন্তের দাবি করা হবে। এই অভিযোগপত্রে রীতিমতো কোন পুরসভা, প্লট, বাড়ির নাম, ফ্ল্যাটের নাম, ডিড নম্বর, জমির মাপ, খতিয়ান, গ্যারাজ আছে কি না সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই নেতার ঘনিষ্ঠ আত্মীয়-অনাত্মীয়, যাঁদের নামে এই সম্পত্তি রয়েছে তাঁদের আগেকার সম্পত্তির সঙ্গে বর্তমান সম্পত্তির তালিকা মিলিয়ে দেখলেই বোঝা যাবে কোথায় ফাঁক রয়েছে। কোথায় কতটা দুর্নীতি হয়েছে। যিনি এই দুর্নীতির অভিযোগ করেছেন এবং মেইল পাঠিয়েছেন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেও বিস্তারিত ভাবে জানা যাবে দুর্নীতির তল কোথায় কতটা রয়েছে। যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করত বাজারে নেমে, সেই বিজেপির এক নেতা দলকে বিক্রি করে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি করেছে। তার বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে। স্পষ্ট দাবি তৃণমূলের।

আরও পড়ুন- এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় বাংলার সায়নীর! বিশ্বমঞ্চে ওড়ালেন জাতীয় পতাকা

Latest article