প্রতিবেদন: ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে। অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় এক বিধবা মহিলাকে নগ্ন করে বেধড়ক পেটালো একদল যুবক। মাটিতে ফেলে প্রকাশ্যেই বেল্ট এবং লাঠি দিয়ে প্রহার করা হল ওই মহিলাকে। নির্যাতিতার কান্না আর আর্তচিৎকারেও তাঁকে রক্ষা করতে এগিয়ে এল না কেউই। ভিড় জমে গেল, কিন্তু মধ্যযুগীয় বর্বরতার নীরব দর্শকের ভূমিকায় সকলেই। হোলির সন্ধ্যায় এই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে রইল আগ্রার খন্ডৌলি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, পুলিশও প্রথমে ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যেতে চাইল প্রথমে। থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এমনকি পুলিশের গাড়ি সামনে দিয়ে ঘুরে গেলেও সেদিকে ফিরেও তাকায়নি। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ নড়েচড়ে বসে পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে। এফআইআর করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন একজনকেও গ্রেফতার করল না পুলিশ, রহস্যটা সেখানেই।
আরও পড়ুন-অসমে নতুন কমিটি হতেই ভোটের লড়াইতে তৃণমূল, প্রার্থী দিল রাভা কাউন্সিল ভোটে
আসলে খুন,ধর্ষণ, নাবালিকা নির্যাতন, তন্ত্রসাধনার নামে বুজরুকির মতো ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে যোগীরাজ্যে। প্রমাণিত হচ্ছে, যোগীর প্রশাসন কতটা নিষ্কর্মা। এবার হোলির সন্ধ্যায় প্রতিবাদী মহিলাকে নগ্ন করে প্রহার। স্তম্ভিত সভ্যসমাজ।
আসল ঘটনাটা কী? তখন হোলির রঙখেলা শেষ। কিন্তু তারপরেও গ্রামে তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দামনৃত্য করছিল একদল উন্মত্ত যুবক। প্রচণ্ড আওয়াজে রীতিমতো ছটফট করছিল বাড়ির মোষগুলো। দুধ দোয়ানোও সম্ভব হচ্ছিল না কিছুতেই। এই সমস্যার কথা জানিয়ে ডিজের শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ জানান বিধবা মহিলা। এতেই ক্ষেপে উঠে উন্মত্ত যুবকরা চড়াও হয় মহিলার উপর। জামাকাপড় ছিঁড়ে দিয়ে প্রহার করতে শুরু করে।