এডিজি-র মৃত্যুতে ডিজি-সহ দুই আধিকারিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর

হরিয়ানা (Haryana) পুলিশের অতিরিক্ত ডিজি (এডিজি) ওয়াই পূরণ কুমারের মৃত্যুতে এবার দুই পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ তুললেন স্ত্রী অমনীত পি কুমার

Must read

হরিয়ানা (Haryana) পুলিশের অতিরিক্ত ডিজি (এডিজি) ওয়াই পূরণ কুমারের মৃত্যুতে এবার দুই পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ তুললেন স্ত্রী অমনীত পি কুমার। অমনীত রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ সিংহ কপূর এবং রোহতকের পুলিশ সুপার নরেন্দ্র বিজার্নিয়ার বিরুদ্ধে ডিজি পূরণ কুমারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। এই দুই পুলিশকর্তার গ্রেফতারির দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-এসআইআর বৈঠকে মতুয়া-বিক্ষোভ

প্রসঙ্গত, অমনীত হরিয়ানার বিদেশ দফতরের কমিশনার এবং সচিব পদে কর্মরত। অমনীত দুই পুলিশকর্তার বিরুদ্ধে জনজাতি আইনে মামলা রুজু করার দাবি জানান। পুলিশ প্রশাসনের তরফে অমনীত আবেদন জানিয়েছেন তাঁর স্বামীর মতো কিছু সৎ পুলিশ আধিকারিক ‘সিস্টেম’-এর বলি হচ্ছেন। যে সকল সৎ পুলিশ অফিসার এখনো জীবনের মূল্যবোধ এবং মর্যাদা বজায় রেখেছেন তাদের সকলের কথা মাথায় রেখেই তিনি এই আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন-জন্মদিন নিয়েও রাজনীতি বিজেপির, পাল্টা কুণালের

অমনীত নিজের অভিযোগে জানিয়েছেন তাঁর স্বামীর মৃত্যু একেবারেই আত্মহত্যা নয়। তাঁর মৃত্যু পুলিশ প্রশাসনের চূড়ান্ত ত্রুটিপূর্ণ ব্যবস্থার ফল। ক্ষমতার জোরে বহুদিন ধরে হেনস্থার শিকার হয়েছেন তিনি। যার ফলে অমনীত নিজের স্বামীকে হারিয়েছেন। মঙ্গলবার সকালে চণ্ডীগড়ের বাড়ি থেকে এ়ডিজি পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। এই ঘটনার পর তাঁর ঘর থেকে আট পাতার একটি চিঠি উদ্ধার হয়েছে। সেখানেই ১০ জন ঊর্ধ্বতন আধিকারিকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জানিয়েছেন পূরণ কুমার।

Latest article