সিআইডির জালে ভানুর স্ত্রী গীতা

Must read

সংবাদদাতা, কাঁথি : পালিয়েও শেষরক্ষা হল না। এগরার খাদিকুলে বিস্ফোরণের (Egra Blast) আট দিনের মাথায় সিআইডির জালে ধরা পড়ল মৃত ভানু বাগের স্ত্রী গীতারানি বাগ। ঘটনাস্থলের প্রায় আশি কিলোমিটার দূরে রামনগর ১ ব্লকের পদুবাড় গ্রাম থেকে মঙ্গলবার গভীররাতে তাকে গ্রেফতার করে সিআইডি। গত ১৬ মে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের (Egra Blast) ফলে গীতাও জখম হয়। ঘটনার সময় কারখানার পাশে রান্নাঘরে সেও ব্যস্ত ছিল বলে জানতে পারে সিআইডি। তবে সামান্য জখম হলেও বেঁচে যায়। তারপর থেকেই রামনগরে ভাইয়ের বাড়িতে লুকিয়ে ছিল গীতা। ওড়িশার বালেশ্বরে গোয়েন্দাদের প্রতিনিধিদল অভিযান চালিয়েও গীতার খোঁজ পায়নি। সিআইডি হেফাজতে থাকা ভানুর ছেলে পৃথ্বীজিৎ ও ভাইপো ইন্দ্রজিৎকে জিজ্ঞাসাবাদ করে কোন কোন জায়গায় তাদের আত্মীয়রা রয়েছেন তার একটা তালিকা বানান গোয়েন্দারা। সেই অনুযায়ী সংশ্লিষ্ট থানাগুলোকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নড়েচড়ে বসে রামনগর থানা। শুরু হয় খোঁজখবর। গোপন সূত্রে সিআইডি গীতার বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলে সিআইডি। পায়ে জখম থাকায় গাড়ি থেকে নেমে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে আদালতে ঢোকে। আদালত ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয়। গীতার দুই ভাইপোকে এখন খুঁজছে সিআইডি।

আরও পড়ুন- পুরুলিয়ায় বিশেষভাবে-সক্ষম ব্যক্তিকে সাহায্যের প্রতিশ্রুতি অভিষেকের

Latest article