প্রয়াত বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ডলি রায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (Social activist) (ও সাংসদ শ্রী সৌগত রায়ের স্ত্রী) ডলি রায়-প্রয়াত। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

Must read

বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (Social activist) ও সাংসদ শ্রী সৌগত রায়ের স্ত্রী ডলি রায়-প্রয়াত। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর দেহ হাসপাতালে রয়েছে। পরে লেক গার্ডেন্স নিয়ে যাওয়া হবে। সৌগত রায় স্ত্রীর পরিবারের লোকজন এখন দিল্লিতে থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পিস ওয়ার্ল্ডে তাঁর দেহ রাখা হতে পারে।গত মার্চ মাসের শেষে ডলি রায় গুরুতর অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। তখন সৌগতবাবু ছিলেন দিল্লিতে। তাঁকে খবর পাঠানো হয়েছিল। যদিও শেষরক্ষা হল না।

আরও পড়ুন-রাহুল গান্ধী থেকে বিরাট কোহলি, টুইটার থেকে উধাও ‘ব্লু টিক, দেখুন তালিকায় আর কারা

এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন,

পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২

স্মারক সংখ্যাঃ ৭৫/আইসিএ/এনবি
তারিখঃ ২১/৪/২০২৩

আরও পড়ুন-দিল্লির সাকেত কোর্ট চত্বরে সাক্ষীর ওপর গুলি

বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব (ও সাংসদ শ্রী সৌগত রায়ের স্ত্রী) ডলি রায়-এর আকস্মিক প্র‍য়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্রীমতী ডলি রায়, আমাদের সবার ডলি বৌদি, নিজের পেশায় একজন সফল নারী ছিলেন। আপন কৃতিত্বে
তিনি তাঁর কর্মক্ষেত্রে শীর্ষে আরোহণ করেছিলেন। সেই সঙ্গে তাঁর সামাজিক শিষ্টাচার ও যোগাযোগ ছিল বিখ্যাত, সমাজের নানা স্তরে বন্ধুত্ব ও যোগাযোগ ছিল প্রবাদপ্রতিম। সৌগতদা আর ডলি বৌদির উপস্থিতিতে উজ্জ্বল হত বহু সভা।

আমি সৌগতদা সহ ডলিদির পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

মমতা বন্দ্যোপাধ্যায়

Latest article